ফজর: هو الحي القيوم
উচ্চারন: হুয়াল হাইয়ূল কইয়ূম
অর্থাৎ: তিনি জীবিত ও চিরস্থায়ী
যোহর: هو العلي العظيم
উচ্চারন: হুয়াল আলিয়ূল আজিম
অর্থাৎ: তিনি শ্রেষ্ঠতম ও অতি মহান
আছর: هو الرحمن الرحيم
উচ্চারন: হুয়ার
রহমানির রহীম
অর্থাৎ: তিনি দয়ালু ও মেহেরবান
মাগরিব: هو الغفور الرحيم
উচ্চারন: হুয়াল
গফুরুর রহীম
অর্থাৎ: তিনি পাপ মার্জনাকারী ও করুনাময়
এশা: هو اللطيف الخبير
উচ্চারন: হুয়াল লতীফুল খবির
অর্থাৎ: তিনি বিচক্ষন ও সতর্কশীল
এ ছাড়া ফজর ও আছরের পর সুবাহানাল্লাহ ৩৩বার, আলহামদুলিল্লাহ ৩৩বার, আল্লাহু আকবার ৩৪বার এবং আয়াতুল কূরসী ১বার পাঠ করলে অশেষ সাওয়াব যায়।
0 Comments