কোন ওয়াক্তে কত রাকাত নামায বিদ্যমান



 প্রতিদিন একজন মুসলমানকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। প্রথম ওয়াক্ত হল “ফজর নামাজ” সুবহে সাদিক হতে সূর্যোদয় পর্যন্ত। এরপর “যোহর ওয়াক্ত” বেলা দ্বিপ্রহর হতে “আছর ওয়াক্ত”-এর আগ পর্যন্ত। তৃতীয় ওয়াক্ত “আছর ওয়াক্ত” যা সূর্যাস্তের আগ পর্যন্ত পড়া যায়। চতুর্থ ওয়াক্ত হচ্ছে “মাগরীব” যা সূর্যাস্তের ঠিক পর পরই আরম্ভ হয় এবং এর ব্যপ্তিকাল প্রায় ৩০-৪৫ মিনিট। “মাগরীব ওয়াক্ত” এর প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট পর আরম্ভ হয় “এশা ওয়াক্ত” এবং এর ব্যপ্তি প্রায় “সুবেহ সাদিক”-এর আগ পর্যন্ত।
উপরোক্ত ৫ টি ফরজ নামাজ ছাড়াও এশা নামাজের পরে বিতর নামাজ আদায় করা ওয়াজিব। এছাড়াও আরো বেশ কয়েকটি সুন্নত নামাজ ও মুসলমানরা আদায় করে থাকে।
কোন ওয়াক্ত-এর নামাজ কয় রাকাত তা দেয়া হল :
১. ফযর = সুন্নাত ২, ফরজ ২(রাকাত)
২. যোহর = সুন্নাত ৪, ফরজ ৪, সুন্নাত ২, নফল ২(রাকাত)
৩. আসর = সুন্নাত ৪, ফরজ ৪(রাকাত)
৪. মাগরিব = ফরজ ৩, সুন্নাত ২, নফল ২(রাকাত)
৫. এশা = সুন্নাত ৪, ফরজ ৪, সুন্নাত ২, নফল ২, বিতির ৩(রাকাত)
বিঃ দ্রঃ নফল সম্পূর্ণ নিজের উপর আপনি চাইলে বেশি পড়তে পারেন। তবে ফজর এবং আসরের সময় কোন নফল নামায পড়বেন না।

Post a Comment

0 Comments