এতেকাফ



রমাযান মাসের ২০ তারিখের পর সূর্যাস্তের পূর্ব হতে আরম্ভ করে রমযানের শেষ দিন পর্যন্ত পুরুষদের পক্ষে মসজিদে এবং মহিলাদের পক্ষে নিজগৃহে ইবাদত কক্ষে পাক-পবিত্র অবস্থায় কেবল ইবাদতের উদ্দেশ্যে নির্জনে বাস করাকে এ'তেকাফ বলে। এটি সুন্নাতে মুয়াক্কাদাহ আ‌'লাল কিফা'য়াহ। পাড়ার মধ্যে যেকোন একজন এ'তেকাফ করলেই সকলে এর দায়িত্ব থেকে মুক্তি পাবে।
  কেউ না করলে সুন্নাত তরক(বাদ) দেওয়ার কারনে গোনাহগার হবে। এ'তেকাফ পালনে অনেক সাওয়াব। এ অবস্থায় কুরআন তিলাওয়াত, আল্লাহর যিকির করবে চুপচাপ বসে থাকবেনা। আর বিনাপ্রয়োজনে কারো সাথে কথা বলা, এবং ৪৫মিঃ এর বেশি বাহিরে অবস্থান করা যাবে না।
এ'তেকাফ ৩ধরনের
১। সম্পূর্ণ রমযান মাস এ'তেকাফ থাকা।
২। শেষ ১০দিন থাকা।
৩। শেষ ৩দিন থাকা।(অপারগ অবস্থায়)

Post a Comment

0 Comments