আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, '' যে ব্যক্তি প্রথম আঘাতেই টিকটিকি হত্যা করে ফেলে, তার জন্য এত এত নেকী হয়, আর যে ব্যক্তি দ্বিতীয় আঘাতে মেরে ফেলে, তার জন্য প্রথম ব্যক্তি অপেক্ষা কম এত এত নেকী হয়। আর যদি তৃতীয় আঘাতে তাকে হত্যা করে, তাহলে তার জন্য [অপেক্ষাকৃত কম] এত এত নেকী হয়। ''
অপর
এক বর্ণনায় আছে, '' যে ব্যক্তি প্রথম আঘাতেই টিকটিকি হত্যা করে, তার জন্য
একশত নেকী, দ্বিতীয় আঘাতে তার চাইতে কম [নেকী] এবং তৃতীয় আঘাতে তার
চাইতে কম [নেকী] হয়। '' (মুসলিম) [1]
আরবী ভাষাবিদদের মতে, وزغ বড় টিকটিকিকে বলে। [পক্ষান্তরে গিরগিটির আরবীঃ حرباء। আর তাকে মারার নির্দেশ হাদীসে নেই।]
[1] মুসলিম ২২40, তিরমিযী 148২, ইবনু মাজাহ 3২২9, আহমাদ 8445 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
উম্মে
শারীক রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম টিকটিকি মারতে আদেশ দিয়েছেন এবং বলেছেন যে, '' এ ইব্রাহীম-এর
অগ্নিকুণ্ডে ফুঁ দিয়েছিল। '' (বুখারী-মুসলিম) [1]
[1]
সহীহুল বুখারী 3307, 3359, মুসলিম ২২37, নাসায়ী ২885, ইবনু মাজাহ 3২২8,
আহমাদ ২6819, ২707২, দারেমী ২000 হাদিসের মানঃ সহিহ (রহঃ) 3307
সা'ঈদ
ইবনু মুসাইয়্যাব (রহ।) হতে বর্ণিত যে, উম্মু শারীক (রহ।) তাঁকে খবর
দিয়েছেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিরগিটি বা
রক্তচোষা জাতীয় টিকটিকি হত্যা করার নির্দেশ দিয়েছেন। (3359) (মুসলিম 39/38 হাঃ ২২37) (বুখারি আধুনিক প্রকাশনীঃ 3063, ইসলামী ফাউন্ডেশনঃ 307২)
হাদিসের মানঃ সহিহ (রহঃ)
0 Comments