আব্দুললাহ
ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, 'আল্লাহর অভিশাপ
হোক সেই সব নারীদের উপর, যারা দেহাঙ্গে উলকি উৎকীর্ণ করে এবং যারা উৎকীর্ণ
করায় এবং সে সব নারীদের উপর, যারা ভ্রূ চেঁছে সরু [প্লার্ক] করে, যারা
সৌন্দর্যের মানসে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে
পরিবর্তন আনে। ' জনৈক
মহিলা এ ব্যাপারে তাঁর [ইবনে মাসঊদের] প্রতিবাদ করলে তিনি বললেন, 'আমি কি
তাকে অভিসম্পাত করব না, যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন এবং তা আল্লাহর কিতাবে আছে? আল্লাহ
বলেছেন, '' রাসূল যে বিধান তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ কর, আর যা থেকে
নিষেধ করেছেন, তা থেকে বিরত থাক। '' (সূরা হাশর 7 আয়াত, বুখারী ও মুসলিম]
[1]
[1]
সহীহুল বুখারী 4886, 4887, 5931, 5939, 5943, 5948, মুসলিম ২1২5, তিরমিযী
২78২, নাসায়ী 5099, 5107-5109, 5২5২-5২54, আবূ দাউদ 4169, ইবনু মাজাহ
1989, আহমাদ 3871, 3935, 3945, 3946 , 4079, 4118, 4২18, 4২71, 4331, 4389,
4414, 44২0, দারেমী ২647 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
0 Comments