অধিক মেয়েদের জাহান্নামে যাওয়ার কারন, কেন তারা জাহান্নামে যাবে?



তোমরা সগৃহে অবস্থান কর, প্রাচীন জাহেলি যুগের নারীদের মত নিজেদের প্রদরশন করোনা "(আহযাব 33)।
তোমরা তাদের নিকট কিছু চাইলে পরদার আড়াল থেকে চাও । এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারন "
(আহযাব 53)।
"হে নবী! তুমি ঈমানদার নারীদের বলে দাও, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে ও তাদের লজ্জাস্থানের হিফাযত করে
তারা যেন যা সাধারনতঃ প্রকাশমান থাকে তা ব্যতীত চাদের সৌন্দয প্রকাশ না করে । তাদের গ্রীবা ও গলদেশে চাদর দ্বারা ঢেকে রাখে"
(নূর 31)
সূরা আন-নূর: 24 - যেদিন প্রকাশ করে দেবে তাদের জিহবা, তাদের হাত ও তাদের পা, যা কিছু তারা করত;
ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম [মহিলাদেরকে সম্বোধন করে] বললেন, '' হে মহিলা সকল! তোমরা সাদকাহ-খয়রাত করতে থাক ও অধিকমাত্রায় ইস্তিগফার কর। কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসীরূপে দেখলাম। '' একজন মহিলা নিবেদন করল, 'আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি? হে আল্লাহর রসূল! ' তিনি বললেন, '' তোমরা অভিশাপ বেশি কর এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা কর। বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি। '' মহিলাটি আবার নিবেদন করল, 'বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি?' তিনি বললেন, '' দু'জন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্য সমতুল্য। আর [প্রসবোত্তর খুন ও মাসিক আসার] দিনগুলিতে মহিলা নামায পড়া বন্ধ রাখে। '' (মুসলিম) [1]
[1] সহীহুল বুখারী 304, 146২, মুসলিম 79, 80, নাসায়ী 1576, 1579, আবূ দাউদ 4679, ইবনু মাজাহ 1২88, 4003, আহমাদ 53২1, 109২২, 10988, 11115 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
ইবনু 'আববাস (রাযি।) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমাকে জাহান্নাম দেখানো হয়। (আমি দেখি), তার অধিবাসীদের বেশির ভাগই নারীজাতি; (কারণ) তারা কুফরী করে। জিজ্ঞেস করা হল, 'তারা কি আল্লাহর সঙ্গে কুফরী করে?' তিনি বললেনঃ 'তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়।' তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহসান করতে থাক, অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, 'আমি কক্ষণো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি।' (বুখারি -431,748,105২,3২0২,5197; মুসলিম 8/1 হাঃ 884, আহমাদ 3064) (প্রকাশনীঃ ২8, ইসলামী ফাউন্ডেশনঃ ২8)
ইবনে 'আব্বাস: রাসূলুল্লাহ (ﷺ) বললেন: "আমি জাহান্নামের দেখানো হয়েছিল এবং যে তার অধিবাসী সংখ্যাগরিষ্ঠ মহিলারা অকৃতজ্ঞ ছিল।" জিজ্ঞাসা করা হল, "তারা আল্লাহকে অস্বীকার করেন?" (অথবা তারা কি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ?) তিনি উত্তর দিয়েছিলেন, "তারা তাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞ ও করুণা ভাল (দাতব্য কাজের) তাদের কাজ জন্য অকৃতজ্ঞ। আপনি সবসময় তাদের মধ্যে একজন এবং ভাল (হিতৈষী) থাকেন তাহলে তারপর সে তোমাকে কিছু (তার পছন্দ অনুসারে নয়), সে বলবে, আমি আপনার কাছ থেকে কোন ভাল কখনও পেয়েছি সূচিত করা হবে। "
فيه عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم। حدثنا عبد الله بن مسلمة, عن مالك, عن زيد بن أسلم, عن عطاء بن يسار, عن ابن عباس, قال قال النبي صلى الله عليه وسلم "أريت النار فإذا أكثر أهلها النساء يكفرن"। قيل أيكفرن بالله قال "يكفرن العشير, ويكفرن الإحسان, لو أحسنت إلى إحداهن الدهر ثم رأت منك شيئا قالت ما رأيت منك خيرا قط"।

Post a Comment

0 Comments