অশুভ লক্ষন মানা যাবে কি, অশুভ লক্ষন বলে কিছুই নেই, অশুভ লক্ষন মানা যাবেনা।



আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, '' রোগের সংক্রমণ ও অশুভ লক্ষণ বলতে কিছুই নেই। শুভ লক্ষণ মানা আমার নিকট পছন্দনীয়। আর তা হল, উত্তম বাক্য। '' (বুখারী ও মুসলিম) [1]
[1] সহীহুল বুখারী 5756, 5776, মুসলিম ২২২4, তিরমিযী 1615, আবূ দাউদ 3916, ইবনু মাজাহ 3537, আহমাদ 11769, 11914, 1২154, 1২367, 1২411, 13২২1, 13508, 13537 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, '' ছোঁয়াচে ও অশুভ বলে কিছু নেই। অশুভ বলতে যদি কিছু থাকে, তাহলে তা ঘর, স্ত্রী ও ঘোড়ার মধ্যে আছে। '' (বুখারী) [1]
[কোন বস্তু প্রকৃতপক্ষে অমঙ্গলময় নয়। তবে বিশেষ কিছু গুণাগুণের ভিত্তিতে কোন কোন ব্যক্তির জন্য কষ্ট ও দুঃখের কারণ হয়ে দাঁড়ায় বলে তাকে অমঙ্গলময় বোধ করা হয় যেমন, স্বামীর অবাধ্য স্ত্রী, সংকীর্ণ ঘর, অবাধ্য বাহন ইত্যাদি।]
[1] সহীহুল বুখারী 5753, ২099, ২858, 5093, 5094, 577২, মুসলিম ২২5, তিরমিযী ২8২4, নাসায়ী 3568, 3569, আবূ দাউদ 39২২, ইবনু মাজাহ 1995, 3540, মুওয়াত্তা মালিক 1817 হাদিসের মানঃ সহিহ (রহঃ)

Post a Comment

0 Comments