রাসূলুল্লাহ
(ছাঃ) ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের ঘর থেকে উত্তমরূপে অজু করে ফরজ
নামাযের উদ্দেশ্যে বের হয়, সে এহরাম বেঁধে হজ্জে গমণকারী ব্যক্তির ন্যয়
সওয়াব লাভ করে।
আবু
বুরদা ইবনে আবু মূসা আল-আশআরী (রাঃ) থেকে বর্ণিত; জুমু’আর দিনে নামাজের
সময়ে দোয়া কবুলের ব্যাপারে রাসুল (সাঃ) কে আমি বলতে শুনেছিঃ দোয়া কবুলের
সময়টি হচ্ছে ইমামের মিম্বারে বসা থকে শুরু করে নামায শেষ হওয়া পর্যন্ত এই
অন্তর্বর্তীকালীন সময়টুকু।
“এই ব্লগটির সর্বস্বত্ব উন্মুক্ত। অবিকৃত রেখে এবং ব্লগের সূত্র উল্লেখ করে যে-কোনো বিষয় স্বাধীনভাবে যে-কোনো মাধ্যমে প্রকাশ ও প্রচার করে ইসলাম প্রচারে অংশ নিতে পারেন।”
0 Comments