রাসূলুল্লাহ
(ছাঃ) ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের ঘর থেকে উত্তমরূপে অজু করে ফরজ
নামাযের উদ্দেশ্যে বের হয়, সে এহরাম বেঁধে হজ্জে গমণকারী ব্যক্তির ন্যয়
সওয়াব লাভ করে।
-[ আল মুজামুল কাবীর, হাদীস নং-৭৭৩৪, আল মুজামুল
আওসাত, হাদীস নং-৩২৬২, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৪৬৮৯, সুনানে আবু
দাউদ, হাদীস নং-৫৫৮, মুসনাদে আহমাদ, হাদীস নং-২২৩০৪ ]
আবু
বুরদা ইবনে আবু মূসা আল-আশআরী (রাঃ) থেকে বর্ণিত; জুমু’আর দিনে নামাজের
সময়ে দোয়া কবুলের ব্যাপারে রাসুল (সাঃ) কে আমি বলতে শুনেছিঃ দোয়া কবুলের
সময়টি হচ্ছে ইমামের মিম্বারে বসা থকে শুরু করে নামায শেষ হওয়া পর্যন্ত এই
অন্তর্বর্তীকালীন সময়টুকু। [মুসলিম]
“এই ব্লগটির সর্বস্বত্ব উন্মুক্ত। অবিকৃত রেখে এবং ব্লগের সূত্র উল্লেখ করে যে-কোনো বিষয় স্বাধীনভাবে যে-কোনো মাধ্যমে প্রকাশ ও প্রচার করে ইসলাম প্রচারে অংশ নিতে পারেন।”
0 Comments