কোন আমল করলে কি হয়?


রাসূলুল্লাহ (ছাঃ) ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের ঘর থেকে উত্তমরূপে অজু করে ফরজ নামাযের উদ্দেশ্যে বের হয়, সে এহরাম বেঁধে হজ্জে গমণকারী ব্যক্তির ন্যয় সওয়াব লাভ করে।

-[ আল মুজামুল কাবীর, হাদীস নং-৭৭৩৪, আল মুজামুল আওসাত, হাদীস নং-৩২৬২, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৪৬৮৯, সুনানে আবু দাউদ, হাদীস নং-৫৫৮, মুসনাদে আহমাদ, হাদীস নং-২২৩০৪ ]
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আবু বুরদা ইবনে আবু মূসা আল-আশআরী (রাঃ) থেকে বর্ণিত; জুমু’আর দিনে নামাজের সময়ে দোয়া কবুলের ব্যাপারে রাসুল (সাঃ) কে আমি বলতে শুনেছিঃ দোয়া কবুলের সময়টি হচ্ছে ইমামের মিম্বারে বসা থকে শুরু করে নামায শেষ হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সময়টুকু।
[মুসলিম]
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আযান ও ইকামাতের মাঝের দোয়া-
নবী (সা) বলেন, আযান ও ইকামাতের মাঝের দোয়া ফেরৎ দেয়া হয় না। (কবুল করা হয়)
[আহমাদ ৩/১৫৫, আবূ দাউদ হা/৫২১, সনদ সহীহ]

আসুন আমরা জামায়াত শুরু হবার আগেই মসজিদে যাই এবং বসার আগে ২ রাকায়াত নামায অথবা ওয়াক্তের সুন্নাত নামায পড়ে আল্লাহর দরবারে দোয়া করি।

Post a Comment

0 Comments