নিজ পিতাকে অস্বীকার করা, নিজ পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা।



নিজ পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করাঃ


- باب تحريم انتساب الإنسان إلى غير أبيه وتوليه إلى غير مواليه عن سعد بن أبي وقاصرضي الله عنه : أن النبي صلى الله عليه وسلم, قال: «من ادعى إلى غير أبيه وهو يعلم أنه غير أبيه , فالجنة عليه حرام»। আলাইহি متفق
সা'দ ইবন আবী অক্কাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, '' যে ব্যক্তি নিজ পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করে , অথচ সে জানে যে, সে তার পিতা নয়, তার জন্য জান্নাত হারাম। '' (বুখারী-মুসলিম) [1]

- باب تحريم انتساب الإنسان إلى غير أبيه وتوليه إلى غير مواليه وعن أبي ذر رضي الله عنه : أنه سمع رسول الله صلى الله عليه وسلم, يقول: «لي س من رجل ادعى لغير أبيه وهو يعلمه إلا كفر , ومن ادعى ما ليس له, فليس منا, وليتبوأ مقعده من النار, ومن دعا رجلا بالكفر, أو قال: عدو الله, وليس كذلك إلا حار عليه »। متفق عليه, لفظ رواية مسلم وهذا
আবূ যার্র রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন যে, '' যে কোন ব্যক্তি জ্ঞাতসারে অন্যকে নিজের বাপ বলে দাবী করে , সে কুফরী করে। যে ব্যক্তি এমন কিছু দাবী করে, যা তার নয়, সে আমাদের দলভুক্ত নয়। আর সে যেন নিজসব বাসস্থান জাহান্নামে বানিয়ে নেয়। আর যে ব্যক্তি কাউকে 'কাফের' বলে ডাকে বা 'আল্লাহর দুশমন' বলে, অথচ বাস্তবে যদি সে তা না হয়, তাহলে তার [বক্তার] উপর তা বর্তায় '' (বুখারী-মুসলিম) [2]।

- باب تحريم انتساب الإنسان إلى غير أبيه وتوليه إلى غير مواليه وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم , قال: «لا ترغبوا عن آبائكم, فمن رغب عن أبيه, فهو كفر»। আলাইহি متفق
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; '' তোমরা তোমাদের পিতাকে অস্বীকার করো না। কারণ, নিজ পিতাকে অস্বীকার করা হল কুফরী '' (বুখারী-মুসলিম) [3]।

- باب تحريم انتساب الإنسان إلى غير أبيه وتوليه إلى غير مواليه وعن يزيد بن شريك بن طارق رضي الله عنه , قال: رأيت عليا رضي الله عنه على المنبر يخطب, فسمعته يقول: لا والله ما عندنا من كتاب نقرؤه إلا كتاب الله , وما في هذه الصحيفة, فنشرها فإذا فيها أسنان الإبل, وأشياء من الجراحات, وفيها: قال رسول الله صلى الله عليه وسلم: «المدينة حرم ما بين عير إلى ثور, فمن أحدث فيها حدثا, أو آوى محدثا, فعليه لعنة الله والملائكة والناس أجمعين, لا يقبل الله منه يوم القيامة صرفا ولا عدلا ذمة المسلمين واحدة, يسعى بها أدناهم, فمن أخفر مسلما, فعليه لعنة الله والملائكة والناس أجمعين, لا يقبل الله منه يوم القيامة صرفا ولا عدلا ومن ادعى إلى غير أبيه, أو انتمى إلى غير مواليه, فعليه لعنة الله والملائكة والناس أجمعين; لا يقبل الله منه يوم القيامة صرفا ولا عدلا »। আলাইহি متفق
ইয়াযীদ ইবনে শারীক ইবনে ত্বারেক হতে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহু-কে মিম্বরের উপর খুতবা দিতে দেখেছি এবং তাকে এ কথা বলতে শুনেছি যে , 'আল্লাহর কসম! আল্লাহর কিতাব ব্যতীত আমাদের কাছে আর কোন কিতাব নেই যা আমরা পাঠ করতে পারি তবে এ লিপিখানা আছে। ' এরপর তা তিনি খুলে দিলেন। দেখা গেল তাতে [রক্তপণে প্রদেয়] উটের বয়স ও বিভিন্ন যখমের দণ্ডবিধি লিপিবদ্ধ আছে। তাতে আরও লিপিবদ্ধ আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, '' আইর থেকে সওর পর্যন্ত মদিনার হারাম-সীমা। এখানে যে ব্যক্তি [ধর্মীয় বিষয়ে] অভিনব কিছু [বিদআত] রচনা করবে বা বিদআতীকে আশ্রয় দেবে, তার উপর আল্লাহ, ফিরিশ্তাদল এবং সকল মানুষের অভিশাপ। কিয়ামতের দিন আল্লাহ তার কোন ফরয ও নফল ইবাদত কবুল করবেন না

সমস্ত মুসলিমদের প্রতিশ্রুতি ও নিরাপত্তা-দানের মর্যাদা এক। তাদের কোন নিম্নশ্রেণীর মুসলিম [কাউকে আশ্রয় প্রদানের] কাজ করতে পারে। সুতরাং যে ব্যক্তি মুসলিমের ঐ কাজকে বানচাল করে, তার উপর আল্লাহ, ফিরিশ্তা ও সকল মানুষের লা'নত। কিয়ামতের দিনে আল্লাহ তার কোন ফরয ও নফল ইবাদত কবুল করবেন না আর যে ব্যক্তি প্রকৃত বাপ ছাড়া অন্যকে বাপ বলে দাবী করে বা প্রকৃত মনিব ছাড়া অন্য মনিবের সাথে সম্বন্ধ জুড়ে , তার উপর আল্লাহ, ফিরিশ্তা ও সমস্ত মানুষের অভিশাপ। কিয়ামতের দিন আল্লাহ তার কোন ফরয ও নফল ইবাদত গ্রহণ করবেন না । '' (বুখারী-মুসলিম) [4]

[1] সহীহুল বুখারী 43২7, 6767, মুসলিম 63 আবূ দাউদ 5113, ইবনু মাজাহ 1610, আহমাদ 1457 1500 1556, 19883, 19953, দারেমী ২530 হাদিসের মানঃ সহিহ
[2] সহীহুল বুখারী 3508, মুসলিম 51, ইবনু মাজাহ ২319, আহমাদ ২0954 হাদিসের মানঃ সহিহ
[3] সহীহুল বুখারী 6768, মুসলিম 6২, আহমাদ 1043২ হাদিসের মানঃ সহিহ
[4] সহীহুল বুখারী 111, 1870, 3047, 317২, 3180, 6755, 6903, 6915, 6300, মুসলিম 1370, তিরমিযী 141২, ২1২7, নাসায়ী 4734, 4735, 4744, 4745, 4746, আবূ দাউদ ২034, 4530, ইবনু মাজাহ ২1658, আহমাদ 600, 616, 784, 800, 860, 876, 957, 96২, 994, দারেমী ২356 হাদিসের মানঃ সহিহ
নিজ পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা।


সূরা আল হাশর: 7 - রসূল তোমাদেরকে যা দেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত থাক এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা মুহাম্মদ: 33 - হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রসূলের (সাঃ) আনুগত্য কর এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না।

Post a Comment

0 Comments