ইবনে
উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, '' যে ব্যক্তি শিকারি অথবা
পশু-রক্ষক কুকুর ছাড়া অন্য কুকুর পোষে, তার নেকী থেকে প্রত্যেক দিন দুই
কিরাত পরিমাণ সওয়াব কমে যায়। '' ( বুখারী ও মুসলিম) [1] অন্য বর্ণনায়
আছে, '' এক কিরাত সওয়াব কমে যায়। ''
[1]
সহীহুল বুখারী 5480, 5481, 548২, মুসলিম 1574, তিরমিযী 1487, নাসায়ী
4২84, 4২86, 4২87, 4২91, আহমাদ 4465, 4535, 4798, 49২5, 5053, 5149, 5২31,
5370, 5481, 5741, 5889, 6306 , 6407, মুওয়াত্তা মালিক 1808 হাদিসের মানঃ
সহিহ (রহঃ)
আবূ
হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, '' যে ব্যক্তি কুকুর বাঁধে
[পালে], তার আমল [নেকী] থেকে প্রত্যহ এক কিরাত পরিমাণ কমে যায়। '' (বুখারী
ও মুসলিম) [1]
অন্য
বর্ণনায় আছে, '' যে ব্যক্তি এমন কুকুর পোষে, যা শিকারের জন্য নয়, পশু
রক্ষার জন্য নয় এবং ক্ষেত পাহারার জন্য নয়, সে ব্যক্তির নেকী থেকে
প্রত্যেক দিন দুই কিরাত পরিমাণ সওয়াব কমে যায়। '' [কিরাত ঠিক কত পরিমাণ,
তা আল্লাহই জানেন।]
[1]
সহীহুল বুখারী ২3২২, 33২4, মুসলিম 1575, তিরমিযী 1490, নাসায়ী 4২81,
4২90, আবূ দাউদ ২844, ইবনু মাজাহ 3২04, আহমাদ 7566, 834২, 9২09, 9765
হাদিসের মানঃ সহিহ (রহঃ)
আবূ
হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, '' সেই কাফেলার সঙ্গে [রহমতের]
ফিরিশতা থাকেন না, যাতে কুকুর কিম্বা ঘুঙুর থাকে। '' (মুসলিম) [1]
[1]
মুসলিম ২113, তিরমিযী 1703, আবূ দাউদ ২555, আহমাদ 751২, 8036, 8২37, 83২3,
877২, 8845, 9098, 9445, 9805, 10558, দারেমী ২576 হাদিসের মানঃ সহিহ
(রহঃ)
0 Comments