গীবত বা পরনিন্দা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ।

বিসমিল্লাহির রাহমানির রাহীম 
গীবত বা পরনিন্দা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
গীবত বা পরনিন্দা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

পরনিন্দা (গীবত )
-------------------------
আমরা জেনে না জেনে অনেক বাজে অভ্যস নিজেদের মধ্যে পুষে রাখি।
আর পরনিন্দা, অন্যের সমালোচনা করা, অন্যের দোষ খুঁজা কিন্তুু এটা ইসলামী শরীয়তে সম্পুন্ন বর্জনীয়।
যদি তা সত্যও হয়ে থাকে যা নিয়ে নিন্দনীয় ব্যক্তির অগোচরে আলোচনা করা হয়।
★আল্লাহ তা'য়ালা পবিত্র কোরআনে বলেছেনঃ- "তোমরা কেউ যেন কারু অসাক্ষাতে নিন্দা না করে, তোমরা কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? তোমরা অবশ্যই তা ঘৃণা কর। "


★ হাদিসঃ- রাসুল ( সাঃ) বলেছেন, "তোমরা পরনিন্দা ( গীবত) হতে আত্মরক্ষা কর! কেননা পরনিন্দা ব্যাভিচারের চেয়ও জঘন্য। "

★ হাদিসঃ- রাসুল ( সাঃ) বলেছেন, " তোমরা সর্বদা গীবত থেকে বাচাঁর চেষ্টা কর। কেননা গীবতে তিনটি মারাত্মক গোনাহ রয়েছে, যথা -
১, গীবতকারী ব্যক্তির দোয়া কবুল হয় না।
২, তার কোন নেক আমল আল্লাহর কাছে গ্রহনযোগ্য হয় না।
৩, তাকে অসংখ্য গোনাহের বোঝা বহন করতে হবে। "
★ হাদিসঃ-  রাসুল ( সাঃ)  বলেছেন, " চোগলেখোর ব্যাক্তি বেহেশতে প্রবেশ করবেনা "

★ হাদিসঃ- হযরত আনাস ( রাঃ) হতে বর্নিত, রাসুল ( সাঃ)  বলেছেন,মে 'রাজের রাতে  আমি এমন কতক ব্যাক্তির কাছ দিয়ে যাচ্ছিলাম যারা নিজ নিজ চেহারা বিরাটকার ধারালো নলের আঁচড়াচ্ছিল এবং পচা লাশ খাচ্ছিল।এদের পরিচয় জানতে চাওয়া হলে জিব্রাইল ( আঃ) বলেন, "( অন্যের গীবত করে) এরা মৃত লাশের গোশত ভক্ষণ করে।"

★হাদিসঃ- হযরত কা 'ব ( রাঃ) বলেন, "আমি কোন আসমানি কিতাবে পড়েছি, পরনিন্দা বা গীবত এমন ঘৃনিত অভ্যস যে,যদি কেউ এথেকে তওবা করে মারা যায় তবুও সে সবার শেষে বেহেশতে যাবে ;আর যদি গীবতের মধ্যে লিপ্ত থেকে মৃত্য বরণ করে তাহলে সে দোজখে প্রবেশ করবে সবার আগে। "

* আল্লাহ তা'য়ালা পবিত্র কোরআনে বলেছেন, "যে ব্যক্তিই সামনে কিংবা পেছনে অন্যের নিন্দ করবে তার জন্য ধ্বংস। "

★ হাদিসঃ- রাসূল ( সাঃ)  বলেছেন,  " কিয়ামত দিবসে গীবতকারী ব্যক্তির  মুখমন্ডল পেছনের দিকে ফিরিয়ে দেওয়া হবে।"

"গীবত করা হলে প্রথমতঃ যে ব্যক্তির গীবত করা হয় তার নিকট মাফ চাইতে হবে। আর সাথে সাথে কায়মনোবাক্যে আল্লাহর কাছে তওবা করতে হবে যাতে আল্লাহর হুকুমের নাফরমানির গুনাহ ও মাফ হয়ে যায়।তবেই পুরোপুরি মুক্তির আশা করা যেতে পারে।

হে আল্লাহ আপনি আমাদের  মনকে সকল গুনাহ থেকে এমন ভাবে ফিরিয়ে দাও যেন আর কখনও আমরা গুনাহ না করি!
আমিন!


◈ ━━━━━━ ⸙ ━━━━━━ ◈
 

 প্রতিদিন কমপক্ষে নিম্নের আমলগুলো করুন।

>>নিম্নের লিংক ক্লিক করে ফজিলত সম্পর্কে জেনে নিন<<

১/ নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়ুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন।

২/ প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন। না পারলে কয়েকটি সূরা হলেও পড়ুন। 

৩/ যত বেশি সম্ভব  أَسْتَغْفِرُالله ( আস্তাগফিরুল্লা-হ) পড়ুন। দিনে কমপক্ষে ১০০ বার পড়ুন।

৪/ লা ইলাহা ইল্লালল্লাহ - জিকিরটি বেশি বেশি করুন।

৫/ বেশি বেশি দুরুদ শরীফ (প্রতিদিন কমপক্ষে ১০০ বার) পাঠ করুন।

৬/ প্রতিদিন কিছু না কিছু দান-সদকাহ করার চেষ্টা করুন। সদকায়ে জারিয়া চালু করুন।

 

'আপনিও হোন ইসলামের প্রচারক' 

প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]


ইসলামিক বাংলা টিভি (Islamic Bangla Tv) - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহ্‌ সুবনাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।
#ibtv
#ibtv99

Post a Comment

0 Comments