আল কুরআনে বিজ্ঞান বইটি ফ্রি ডাউনলোড করে নিন।Islamic Bangla Book Download

  প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ।

বিসমিল্লাহির
রাহমানির রাহীম

পবিত্র কুরআন হচ্ছে পথ-নির্দেশনা গ্রন্থ। এই পথ-নির্দেশনা সমগ্র মানবজাতির জন্যে এবং মানব জীবনের সকল কর্মতৎপরতাই এর আওতাভুক্ত। বিজ্ঞান যেহেতু একটা গুরুত্বপূর্ণ মানবীয় তৎপরতা এবং মানবজাতির অগ্রগতি সাধনে আবশ্যকীয় বটে, স্বাভাবিকভাবেই এটা প্রত্যাশা করা হয় যে, কুরআনের পথ-নির্দেশনা বৈজ্ঞানিক বিষয়গুলোতেও পরিব্যাপ্ত হবে। বিস্ময়ের কিছু নেই যে, পবিত্র কুরআন অত্যন্ত চমৎকারভাবেই তা করেছে। গ্রন্থটির মোট আয়াত সংখ্যার মধ্যে প্রায় এক-অষ্টমাংশই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নিবেদিত হয়েছে। কুরআন আক্ষরিক অর্থে কোন বিজ্ঞান গ্রন্থ নয়; কাজেই বিজ্ঞানের সকল নীতিই এর মধ্যে সন্নিবিষ্ট পাওয়া যাবে-এমন আশা করা যেতে পারে না। তবুও প্রকৃত ঘটনা ও বিজ্ঞানের সূত্র নিয়ে আলোচনার ক্ষেত্রে কুরআনের নিজস্ব ভঙ্গিমা রয়েছে।


আল কুরআনে বিজ্ঞানের ধারণাগুলোকে পরিষ্কার করতেই ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ Scientific Indications in the Holy Quran বইটির অনুবাদ প্রকাশ করেছে। বইটির অনূদিত নাম “আল-কুরআনে বিজ্ঞান’। বইটি অনুবাদ করেছে অনুবাদ পরিষদ, ই.ফা.বা। সম্পাদনা করেছেন অধ্যাপক এ. এফ. এম. আবদুর রহমান।
আল-কুরআনে বিজ্ঞান বইটি ফ্রি ডাউনলোড করে নিন।Islamic Bangla Book Download
আল কুরআনে বিজ্ঞান বইটি ফ্রি ডাউনলোড করে নিন।Islamic Bangla Book Download



এক নজরে বইটি :
আল-কুরআনে বিজ্ঞান
(Scientific Indications in the Holy Quran এর অনুবাদ)
অনুবাদে : ইফাবা অনুবাদ পরিষদ
সম্পাদনা : অধ্যাপক এ. এফ. এম. আবদুর রহমান।
পৃষ্ঠা : ৬৮৮
সাইজ  : ২০ মেগাবাইট


ডাউনলোড করতে নিচের যেকোন একটি লিংক এ ক্লিক করুন
Mediafire                      Google Drive              Web Server


বইটি অনলাইনে কিনতে ক্লিক করুন


◈ ━━━━━━ ⸙ ━━━━━━ ◈
 

 প্রতিদিন কমপক্ষে নিম্নের আমলগুলো করুন।

>>নিম্নের লিংক ক্লিক করে ফজিলত সম্পর্কে জেনে নিন<<

১/ নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়ুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন।

২/ প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন। না পারলে কয়েকটি সূরা হলেও পড়ুন। 

৩/ যত বেশি সম্ভব  أَسْتَغْفِرُالله ( আস্তাগফিরুল্লা-হ) পড়ুন। দিনে কমপক্ষে ১০০ বার পড়ুন।

৪/ লা ইলাহা ইল্লালল্লাহ - জিকিরটি বেশি বেশি করুন।

৫/ বেশি বেশি দুরুদ শরীফ (প্রতিদিন কমপক্ষে ১০০ বার) পাঠ করুন।

৬/ প্রতিদিন কিছু না কিছু দান-সদকাহ করার চেষ্টা করুন। সদকায়ে জারিয়া চালু করুন।

 

'আপনিও হোন ইসলামের প্রচারক' 

প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]


ইসলামিক বাংলা টিভি (Islamic Bangla Tv) - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহ্‌ সুবনাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।
#ibtv
#ibtv99

Post a Comment

0 Comments