প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
রহমান রহীম আল্লাহ্ তায়ালার নামে-
প্রিয় ভাই ও বোনেরা, সুদ আসমানী সকল শরীয়তেই হারাম, নিষিদ্ধ। আল্লাহ তা‘আলা সুদ খাওয়া, সুদভিত্তিক লেনদেন করা হারাম করে দিয়েছেন। যারা সুদ খায় তাদের ঠিকানা জাহান্নাম বলে ঘোষণা করেছেন। সুদখোরের বিরুদ্ধে তাঁর ও তাঁর রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সুদ সংক্রান্ত কিছু কোরআন ও হাদিসের আয়াত নিম্নে দেয়া হলো,
.
মহান আল্লাহ তা‘আলা বলেন – ‘নিশ্চয় যারা ঈমান আনে ও নেক আমল করে এবং সালাত কায়েম করে, আর যাকাত প্রদান করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান। আর তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা অবশিষ্ট আছে, তা পরিত্যাগ কর, যদি তোমরা মুমিন হও। কিন্তু যদি তোমরা তা না কর তাহলে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও, আর যদি তোমরা তাওবা কর, তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা যুলম করবে না এবং তোমাদের যুলম করা হবে না’ (সূরা আল-বাকারা : ২৭৭-২৭৯)
.
সুদখোর, সুদদাতা, সুদী লেনদেনের সাক্ষী এবং সুদী লেনদেনের চুক্তি লেখক সবার প্রতিই রাসূলুল্লাহ ﷺ লানত করেছেন। হাদীসে এসেছে,
.
রাসূলুল্লাহ ﷺ সুদখোর, সুদদাতা, সুদের চুক্তি লেখক ও সাক্ষীদ্বয়ের প্রতি লানত করেছেন।’ (মুসলিম)
.
যে এলাকায় সুদ ও যিনা প্রকাশ পাবে সে এলাকাবাসীর প্রতি আল্লাহর আযাব নাযিলের হুঁশিয়ারবাণীও রাসূলুল্লাহ ﷺ উচ্চারণ করেছেন। হাদীসে এসেছে,
.
‘যদি কোনো গ্রামে যিনা ও সুদ প্রকাশ পায়, তবে ওই গ্রামবাসী নিজদের ওপর আল্লাহর আযাব নাযিল করে নিল।’ (আলবানী : সহীহুল জামে)
সুদের ভয়াবহতা সম্পর্কে জেনে নিন। ibtv |
প্রিয় ভাই ও বোনেরা, সুদ আসমানী সকল শরীয়তেই হারাম, নিষিদ্ধ। আল্লাহ তা‘আলা সুদ খাওয়া, সুদভিত্তিক লেনদেন করা হারাম করে দিয়েছেন। যারা সুদ খায় তাদের ঠিকানা জাহান্নাম বলে ঘোষণা করেছেন। সুদখোরের বিরুদ্ধে তাঁর ও তাঁর রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সুদ সংক্রান্ত কিছু কোরআন ও হাদিসের আয়াত নিম্নে দেয়া হলো,
.
মহান আল্লাহ তা‘আলা বলেন – ‘নিশ্চয় যারা ঈমান আনে ও নেক আমল করে এবং সালাত কায়েম করে, আর যাকাত প্রদান করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান। আর তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা অবশিষ্ট আছে, তা পরিত্যাগ কর, যদি তোমরা মুমিন হও। কিন্তু যদি তোমরা তা না কর তাহলে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও, আর যদি তোমরা তাওবা কর, তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা যুলম করবে না এবং তোমাদের যুলম করা হবে না’ (সূরা আল-বাকারা : ২৭৭-২৭৯)
.
সুদখোর, সুদদাতা, সুদী লেনদেনের সাক্ষী এবং সুদী লেনদেনের চুক্তি লেখক সবার প্রতিই রাসূলুল্লাহ ﷺ লানত করেছেন। হাদীসে এসেছে,
.
রাসূলুল্লাহ ﷺ সুদখোর, সুদদাতা, সুদের চুক্তি লেখক ও সাক্ষীদ্বয়ের প্রতি লানত করেছেন।’ (মুসলিম)
.
যে এলাকায় সুদ ও যিনা প্রকাশ পাবে সে এলাকাবাসীর প্রতি আল্লাহর আযাব নাযিলের হুঁশিয়ারবাণীও রাসূলুল্লাহ ﷺ উচ্চারণ করেছেন। হাদীসে এসেছে,
.
‘যদি কোনো গ্রামে যিনা ও সুদ প্রকাশ পায়, তবে ওই গ্রামবাসী নিজদের ওপর আল্লাহর আযাব নাযিল করে নিল।’ (আলবানী : সহীহুল জামে)
সুদ সম্পদকে ধ্বংস করে দেয় ও সম্পদের বরকত মুছে ফেলে। আল্লাহ তা‘আলা বলেন – ‘আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সাদকাকে বাড়িয়ে দেন। আর আল্লাহ কোনো অতি কুফরকারী পাপীকে ভালোবাসেন না।’ (সূরা আল বাকরা : ২৭৬)
.
মহান আল্লাহ তা‘আলা আরো বলেন – ‘আর তোমরা যে সূদ দিয়ে থাক, মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার জন্য তা মূলতঃ আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর তোমরা যে যাকাত দিয়ে থাক আল্লাহর সন্তুষ্টি কামনা করে (তাই বৃদ্ধি পায়) এবং তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত।’ (সূরা আর-রূম : ৩৯)
.
‘যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ
এই যে, তারা বলেছেঃ ক্রয়-বিক্রয় ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লা’হ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়ে গেছে, তা তার। তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয়, তারাই দোযখে যাবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে।’ (সূরা আল-বাকারা, আয়াত : ২৭৫)
.
ইসরা ও মিরাজের হাদীসে এসেছে – রাসূলুল্লাহ ﷺ এক ব্যক্তিকে রক্তের নদীতে সাঁতার কাটতে দেখলেন। লোকটি যখনই নদী থেকে ওঠে আসার জন্য তীরে আসছে। এক ব্যক্তি পাথর হাতে তার মুখোমুিখ হচ্ছে এবং তার মুখ লক্ষ্য করে একটি পাথর ছুড়ে মারছে। অতঃপর নদীতে সাঁতরানো লোকটি পূর্বের জায়গায় ফিরে যাচ্ছে। রাসূলুল্লাহ ﷺ এ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে উত্তরে বলা হলো যে লোকটি সুদখোর।
.
আনাস রাযি. থেকে এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেন – ‘সুদের সত্তুরটি গোনাহ রয়েছে। তন্মধ্যে সর্বনিম্নটি হলো মায়ের সাথে যিনা করার তুল্য।’ (ইবনে মাজাহ, সহীহ)
.
আসুন আমরা সবাই অনতিবিলম্বে সকল প্রকার সুদের আদান প্রদান বন্ধ করি ও অন্যদেরও এ কাজে অনুপ্রানিত করি। মহান আল্লাহ তা'আলা আমাদের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন।
.
আমিন।।
.
মহান আল্লাহ তা‘আলা আরো বলেন – ‘আর তোমরা যে সূদ দিয়ে থাক, মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার জন্য তা মূলতঃ আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর তোমরা যে যাকাত দিয়ে থাক আল্লাহর সন্তুষ্টি কামনা করে (তাই বৃদ্ধি পায়) এবং তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত।’ (সূরা আর-রূম : ৩৯)
.
‘যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ
এই যে, তারা বলেছেঃ ক্রয়-বিক্রয় ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লা’হ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়ে গেছে, তা তার। তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয়, তারাই দোযখে যাবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে।’ (সূরা আল-বাকারা, আয়াত : ২৭৫)
.
ইসরা ও মিরাজের হাদীসে এসেছে – রাসূলুল্লাহ ﷺ এক ব্যক্তিকে রক্তের নদীতে সাঁতার কাটতে দেখলেন। লোকটি যখনই নদী থেকে ওঠে আসার জন্য তীরে আসছে। এক ব্যক্তি পাথর হাতে তার মুখোমুিখ হচ্ছে এবং তার মুখ লক্ষ্য করে একটি পাথর ছুড়ে মারছে। অতঃপর নদীতে সাঁতরানো লোকটি পূর্বের জায়গায় ফিরে যাচ্ছে। রাসূলুল্লাহ ﷺ এ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে উত্তরে বলা হলো যে লোকটি সুদখোর।
.
আনাস রাযি. থেকে এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেন – ‘সুদের সত্তুরটি গোনাহ রয়েছে। তন্মধ্যে সর্বনিম্নটি হলো মায়ের সাথে যিনা করার তুল্য।’ (ইবনে মাজাহ, সহীহ)
.
আসুন আমরা সবাই অনতিবিলম্বে সকল প্রকার সুদের আদান প্রদান বন্ধ করি ও অন্যদেরও এ কাজে অনুপ্রানিত করি। মহান আল্লাহ তা'আলা আমাদের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন।
.
আমিন।।
◈ ━━━━━━ ⸙ ━━━━━━ ◈
প্রতিদিন কমপক্ষে নিম্নের আমলগুলো করুন।
>>নিম্নের লিংক ক্লিক করে ফজিলত সম্পর্কে জেনে নিন<<
১/ নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়ুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন।
২/ প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন। না পারলে কয়েকটি সূরা হলেও পড়ুন।
৩/ যত বেশি সম্ভব أَسْتَغْفِرُالله ( আস্তাগফিরুল্লা-হ) পড়ুন। দিনে কমপক্ষে ১০০ বার পড়ুন।
৪/ লা ইলাহা ইল্লালল্লাহ - জিকিরটি বেশি বেশি করুন।
৫/ বেশি বেশি দুরুদ শরীফ (প্রতিদিন কমপক্ষে ১০০ বার) পাঠ করুন।
৬/ প্রতিদিন কিছু না কিছু দান-সদকাহ করার চেষ্টা করুন। সদকায়ে জারিয়া চালু করুন।
'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]
ইসলামিক বাংলা টিভি (Islamic Bangla Tv) - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহ্ সুবনাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।
#ibtv
#ibtv99
#ibtv99
0 Comments