বান্দা অবশ্যই তিন বিষয়ে পরীক্ষিত হবে। ibtv99

বান্দা অবশ্যই তিন বিষয়ে পরীক্ষিত হবে। ibtv99
বান্দা অবশ্যই তিন বিষয়ে পরীক্ষিত হবে। ibtv99

 
শয়তান এই ৩টি দরজা দিয়ে বান্দার ওপর ভর করে।
 
(১) গাফেলতির বিষয়ে
(২) কামনাপূর্ণ বিষয়ে
(৩) রাগান্বিত বিষয়ে

.
- ইবনুল-কায়্যিম রহ.
.
[الوابل الصيب ورفع كلام الطيب، ص 8]
.
ব্যক্তি যখন কোনো বিষয়ে খুব কামনা করে, মনের চাহিদা তীব্র হয়ে ওঠে, সে আল্লাহ সম্পর্কে গাফেল হয়ে যায়। অতঃপর সে হারামে জড়িয়ে পড়ে।
ব্যক্তি যখন কোনো বিষয়ে খুব রাগান্বিত থাকে, রাগের তেজে জ্বলে ওঠে, সে আল্লাহ সম্পর্কে গাফেল হয়ে যায়। অতঃপর নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
গাফলতি হচ্ছে সকল খারাপির মূল; সকল বিপদের প্রধান দরজা; সকল লাঞ্ছনার কারণ।
আর এই গাফলতির চিকিৎসা হচ্ছে সদা সতর্ক থাকা, মনের প্রত্যেক ইচ্ছার শুরুতে আত্ম-জিজ্ঞাসা করা।
প্রত্যেক সিদ্ধান্তের শুরুতে দুটি প্রশ্নের উত্তর কাগজে কিংবা মোবাইলে লিখুন-
১/ কাজটি করলে ফায়দা কী এবং ক্ষতি কী?
২/ কাজটি না করলে ফায়দা কী এবং ক্ষতি কী?
.
আমাদের মন সদা আল্লাহ ভীতিতে পূর্ণ থাকে না। তাই এমতাবস্থায় এই দুটো প্রশ্নের উত্তর মনের কাছে চাইলে বান্দার সঠিক ইলম তাকে পথ দেখাবে বিইজনিল্লাহ।

লিখেছেনঃ কলামিস্ট হুজুর


◈ ━━━━━━ ⸙ ━━━━━━ ◈
 

 প্রতিদিন কমপক্ষে নিম্নের আমলগুলো করুন।

>>নিম্নের লিংক ক্লিক করে ফজিলত সম্পর্কে জেনে নিন<<

১/ নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়ুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন।

২/ প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন। না পারলে কয়েকটি সূরা হলেও পড়ুন। 

৩/ যত বেশি সম্ভব  أَسْتَغْفِرُالله ( আস্তাগফিরুল্লা-হ) পড়ুন। দিনে কমপক্ষে ১০০ বার পড়ুন।

৪/ লা ইলাহা ইল্লালল্লাহ - জিকিরটি বেশি বেশি করুন।

৫/ বেশি বেশি দুরুদ শরীফ (প্রতিদিন কমপক্ষে ১০০ বার) পাঠ করুন।

৬/ প্রতিদিন কিছু না কিছু দান-সদকাহ করার চেষ্টা করুন। সদকায়ে জারিয়া চালু করুন।

 

'আপনিও হোন ইসলামের প্রচারক' 

প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]


ইসলামিক বাংলা টিভি (Islamic Bangla Tv) - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহ্‌ সুবনাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।
#ibtv
#ibtv99

Post a Comment

0 Comments