স্বামী স্ত্রীর জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল ও নছিহত। ibtv |
নামায পড়বে, সে ঘরে জীবনে কোনো দিন অশান্তি
হবেনা"-- বুখারী ও মুসলিম।☆
★"যে স্বামী তার স্ত্রীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে,
আল্লাহ ঐ স্বামীর ছগীরা গুনাহগুলো মাফ করে দিবেন এবং যে স্ত্রী তার স্বামীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে আল্লাহ ঐ স্ত্রীর ছগীরা গুনাহগুলো মাফ করে দিবেন এবং প্রতি লোকমার বিনিময়ে ১০০০ নেকি উভয়ের আমলনামায় দান করবেন।
আল্লাহ ঐ স্বামীর ছগীরা গুনাহগুলো মাফ করে দিবেন এবং যে স্ত্রী তার স্বামীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে আল্লাহ ঐ স্ত্রীর ছগীরা গুনাহগুলো মাফ করে দিবেন এবং প্রতি লোকমার বিনিময়ে ১০০০ নেকি উভয়ের আমলনামায় দান করবেন।
-- মুসলিম শরীফ.☆
★ যে ঘরে স্বামী ও স্ত্রী একই প্লেটে খাবার খাবে যতক্ষণ খাবার খেতে থাকবে ততক্ষণ তাদের আমলনামায় সওয়াব লিখা হয়।
-- তিরমিজি।☆
-- তিরমিজি।☆
★ স্বামী ও স্ত্রী যখন একই বিছানায় শয়ন করে বা বসে অথবা
গল্প করে অথবা হাসি খুশি কথা বলে তখন প্রতিটা মিনিটে এবং সামী স্ত্রীর প্রতিটা কথাতে প্রতিটা সেকেন্ডে তাদের আমল নামায় ১০ টা করে
নেকি লিখা হয়।
__আবু দাউদ ( স্বামী স্ত্রী অধ্যায়)☆
গল্প করে অথবা হাসি খুশি কথা বলে তখন প্রতিটা মিনিটে এবং সামী স্ত্রীর প্রতিটা কথাতে প্রতিটা সেকেন্ডে তাদের আমল নামায় ১০ টা করে
নেকি লিখা হয়।
__আবু দাউদ ( স্বামী স্ত্রী অধ্যায়)☆
★যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগিয়ে পবিত্র করে ফজরের সালাতে মসজিদে পাঠিয়ে দেয়,
ঐ স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লাহর তরফ থেকে ভালোবাসার নুর পয়দা হয়"
--বুখারী শরিফ।☆
ঐ স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লাহর তরফ থেকে ভালোবাসার নুর পয়দা হয়"
--বুখারী শরিফ।☆
★যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু
দিবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে,
প্রতিটা চুমুর বিনিময়ে ১০০ টা নেকি তাদের আমলনামায় লিখা হয়।
---মুসনাদে আহমদ (স্বামী স্ত্রী অধ্যায়)☆
দিবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে,
প্রতিটা চুমুর বিনিময়ে ১০০ টা নেকি তাদের আমলনামায় লিখা হয়।
---মুসনাদে আহমদ (স্বামী স্ত্রী অধ্যায়)☆
★ যে স্বামী তার স্ত্রীর নিকট গমন করে
এবং শারীরিক মিলনের আগে ২ রাকাত নামাজ পড়ে নেয় ও রাসুল সঃ এর সুন্নত মতো স্ত্রীর সাথে শারীরিক
মিলন করে তাদের প্রতিবার মিলনে একটি উট কুরবানি করার সওয়াব তাদের উভয়ের আমল নামায়
লিখা হয়।
--বায়হাকী ( স্বামী স্ত্রী ও পারিবারিক অধ্যায়)..☆
এবং শারীরিক মিলনের আগে ২ রাকাত নামাজ পড়ে নেয় ও রাসুল সঃ এর সুন্নত মতো স্ত্রীর সাথে শারীরিক
মিলন করে তাদের প্রতিবার মিলনে একটি উট কুরবানি করার সওয়াব তাদের উভয়ের আমল নামায়
লিখা হয়।
--বায়হাকী ( স্বামী স্ত্রী ও পারিবারিক অধ্যায়)..☆
★যে স্বামী তার স্ত্রীকে কোরঅানের এলেম শিখাবে এবং নিজেও শিখবে এবং সে অনুযায়ী আমল করবে আল্লাহপাক মৃত্যুর পর তাদেরকে
জান্নাত দান করবেন।☆
জান্নাত দান করবেন।☆
★ যে সন্তান তার পিতামাতার
ভরণ পোষন করবে বা সেবা করবে এবং নিজ স্ত্রীর ইজ্জতের হেফাজত করবে তাদের জীবনের সমস্ত
গুনাহ মাফ করে দেওয়া হবে।
-- মুসলিম শরীফ।☆
ভরণ পোষন করবে বা সেবা করবে এবং নিজ স্ত্রীর ইজ্জতের হেফাজত করবে তাদের জীবনের সমস্ত
গুনাহ মাফ করে দেওয়া হবে।
-- মুসলিম শরীফ।☆
★ যে স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া সেবা করবে সে স্ত্রীর নিজের শরীরের ওজনের সমান সোনা ছদকা দান করার সওয়াব তার আমল নামায় প্রতিদিন লিখা হয় ৷ আর যে স্বামী তার স্ত্রীর অনুমতি ছাড়া তার সেবা করবে সে স্বামীর শরীরের ওজনের সমান সোনা দান করার সওয়াব তার আমল নামায় লিখা হয়।
- আবু দাউদ শরীফ☆
- আবু দাউদ শরীফ☆
◉ ঈদের নামাযের জন্য সকাল সকাল গোসল করুন। (মুয়াত্তা মালেক ৪২৮)
◉ সর্বোত্তম পোশাক পড়ুন; বৈধ সাজসজ্জা ও সুগন্ধি ব্যবহার করুন।
◉ কুরবানি ঈদের নামাযে বের হওয়ার পূর্বে কিছু না খেয়ে নামায পড়তে যাওয়া সুন্নত। (কুরবানি শেষে জবাইকৃত পশুর কলিজা রান্না করে খাবেন, এর আগে কিছু না খাওয়ার চেষ্টা করবেন। এটাই সুন্নত) (বুখারি ৯৫৩)
◉ নামায পড়ার জন্য তাড়াতাড়ি ঈদগাহে/মসজিদে যাবেন। (ইমামের কাছাকাছি ও প্রথম কাতারে নামায আদায় করার চেষ্টা করুন)।
◉ কষ্ট না হলে পায়ে হেঁটে ঈদের নামায পড়তে যান। (সহিহ ইবনে মাজাহ ১০৭০)
◉ ঈদের তাকবির পাঠ করুন।
◉ মসজিদ হলে বসার পূর্বে দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ নামায পড়ুন।
◉ ঈদের নামায পড়ুন এবং খুৎবাহ শুনুন।
◉ ইমাম সাহেবের দোয়া'তে 'আমীন' বলুন।
◉ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নাম শুনে দরুদ পড়ুন।
◉ একে অপরকে ঈদ মুবারকবাদ জানান। (ফাতহুল বারি, পৃঃ ৪৪৬)
◉ ঈদের নামায পড়ে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে আসুন। (সহিহ ইবনে মাজাহ ১০৭০)
◉ নামায শেষে পশু জবাই করতে হবে।
◉ ধারালো ছুঁরি দিয়ে পশু যবেহ করতে হবে, যাতে পশু বেশি কষ্ট না পায়। (মুসলিম: ১৯৫৫)
◉ 'বিসমিল্লাহ' ও 'আল্লাহু আকবার' বলে যবেহ করতে হবে। (সূরা আন'আম: ১১৮; দারমী: ১৯৮৮)
◉ কুরবানির গোশত যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষণ করে খাওয়া যাবে। (বুখারি: ৫৫৬৯)
◉ কুরবানির পশুর গোশত, চামড়া, চর্বি বা অন্য কোনো কিছু বিক্রি করা জায়েয নয়। (তবে চামড়া বিক্রি করে সব টাকা গরিবদেরকে দান করতে পারেন। (সহিহ বুখারি: ১৭১৬, মুসলিম: ১৩১৭)
◉ নিজেদের কুরবানির পশু নিজে জবাই করা সুন্নত।
◉ পশুর গোশত নিজেরা খাবেন, গরিব-মিসকিনদেরকে দিবেন। আত্মীয়-স্বজনদেরকেও দিতে পারবেন।
◉ নিজে আগ্রহের সাথে গরিব-মিসকিনদের কাছে গোশত পৌঁছিয়ে দিবেন।
◉ যতদিন ইচ্ছা, ততদিন গোশত জমা রাখতে পারেন।
◉ সর্বোত্তম পোশাক পড়ুন; বৈধ সাজসজ্জা ও সুগন্ধি ব্যবহার করুন।
◉ কুরবানি ঈদের নামাযে বের হওয়ার পূর্বে কিছু না খেয়ে নামায পড়তে যাওয়া সুন্নত। (কুরবানি শেষে জবাইকৃত পশুর কলিজা রান্না করে খাবেন, এর আগে কিছু না খাওয়ার চেষ্টা করবেন। এটাই সুন্নত) (বুখারি ৯৫৩)
◉ নামায পড়ার জন্য তাড়াতাড়ি ঈদগাহে/মসজিদে যাবেন। (ইমামের কাছাকাছি ও প্রথম কাতারে নামায আদায় করার চেষ্টা করুন)।
◉ কষ্ট না হলে পায়ে হেঁটে ঈদের নামায পড়তে যান। (সহিহ ইবনে মাজাহ ১০৭০)
◉ ঈদের তাকবির পাঠ করুন।
◉ মসজিদ হলে বসার পূর্বে দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ নামায পড়ুন।
◉ ঈদের নামায পড়ুন এবং খুৎবাহ শুনুন।
◉ ইমাম সাহেবের দোয়া'তে 'আমীন' বলুন।
◉ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নাম শুনে দরুদ পড়ুন।
◉ একে অপরকে ঈদ মুবারকবাদ জানান। (ফাতহুল বারি, পৃঃ ৪৪৬)
◉ ঈদের নামায পড়ে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে আসুন। (সহিহ ইবনে মাজাহ ১০৭০)
◉ নামায শেষে পশু জবাই করতে হবে।
◉ ধারালো ছুঁরি দিয়ে পশু যবেহ করতে হবে, যাতে পশু বেশি কষ্ট না পায়। (মুসলিম: ১৯৫৫)
◉ 'বিসমিল্লাহ' ও 'আল্লাহু আকবার' বলে যবেহ করতে হবে। (সূরা আন'আম: ১১৮; দারমী: ১৯৮৮)
◉ কুরবানির গোশত যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষণ করে খাওয়া যাবে। (বুখারি: ৫৫৬৯)
◉ কুরবানির পশুর গোশত, চামড়া, চর্বি বা অন্য কোনো কিছু বিক্রি করা জায়েয নয়। (তবে চামড়া বিক্রি করে সব টাকা গরিবদেরকে দান করতে পারেন। (সহিহ বুখারি: ১৭১৬, মুসলিম: ১৩১৭)
◉ নিজেদের কুরবানির পশু নিজে জবাই করা সুন্নত।
◉ পশুর গোশত নিজেরা খাবেন, গরিব-মিসকিনদেরকে দিবেন। আত্মীয়-স্বজনদেরকেও দিতে পারবেন।
◉ নিজে আগ্রহের সাথে গরিব-মিসকিনদের কাছে গোশত পৌঁছিয়ে দিবেন।
◉ যতদিন ইচ্ছা, ততদিন গোশত জমা রাখতে পারেন।
❐ নিম্নের কাজগুলো থেকে বিরত থাকুনঃ
◉ ঈদের দিন রোযা রাখা হারাম।
◉ ঈদের নামাযের আগে বা পরে ঈদের ফরয নামায ছাড়া কোনো নফল নামায নেই। (তবে মসজিদে বসার পূর্বে দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ পড়ে বসবেন)।
◉ পশুর সাথে সেলফি তুলা থেকে বিরত থাকুন।
◉ জবাই করার মুহূর্তেও কোন ধরণের ছবি তুলবেননা।
◉ ছেলে-মেয়েদের অবাধ মেলা-মিশা থেকে দূরে থাকুন।
◉ মহিলারা সুগন্ধি ব্যবহার থেকে দূরে থাকুন।
◉ অ-মুসলিমদের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধান থেকে দূরে থাকুন।
◉ ছেলেরা মেয়েদের আর মেয়েরা ছেলেদের বেশ ধারণ করা থেকে দূরে থাকুন।
◉ গান-বাজনা, নাটক সিনেমা থেকে দূরে থাকুন।
(সব রকম বেহায়াপনা, অশ্লীলতা হারাম কাজ থেকে দূরে থাকুন)।
◉ ঈদের দিন রোযা রাখা হারাম।
◉ ঈদের নামাযের আগে বা পরে ঈদের ফরয নামায ছাড়া কোনো নফল নামায নেই। (তবে মসজিদে বসার পূর্বে দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ পড়ে বসবেন)।
◉ পশুর সাথে সেলফি তুলা থেকে বিরত থাকুন।
◉ জবাই করার মুহূর্তেও কোন ধরণের ছবি তুলবেননা।
◉ ছেলে-মেয়েদের অবাধ মেলা-মিশা থেকে দূরে থাকুন।
◉ মহিলারা সুগন্ধি ব্যবহার থেকে দূরে থাকুন।
◉ অ-মুসলিমদের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধান থেকে দূরে থাকুন।
◉ ছেলেরা মেয়েদের আর মেয়েরা ছেলেদের বেশ ধারণ করা থেকে দূরে থাকুন।
◉ গান-বাজনা, নাটক সিনেমা থেকে দূরে থাকুন।
(সব রকম বেহায়াপনা, অশ্লীলতা হারাম কাজ থেকে দূরে থাকুন)।
❐
তাকবির: "আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু
আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহীল হামদ।" (অর্থ: আল্লাহ মহান, আল্লাহ
অতিমহান, তিনি ছাড়া সত্যিকার আর কোন মা‘বুদ নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান
আর সমস্ত প্রশংসা শুধুমাত্র তাঁরই জন্য)।
আল্লাহ, আমাদের সবার নেক আমলগুলো কবুল করুন। আ-মীন।
লিখেছেনঃ মুহাম্মাদ শরিফ সরকার
◈ ━━━━━━ ⸙ ━━━━━━ ◈
প্রতিদিন কমপক্ষে নিম্নের আমলগুলো করুন।
>>নিম্নের লিংক ক্লিক করে ফজিলত সম্পর্কে জেনে নিন<<
১/ নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়ুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন।
২/ প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন। না পারলে কয়েকটি সূরা হলেও পড়ুন।
৩/ যত বেশি সম্ভব أَسْتَغْفِرُالله ( আস্তাগফিরুল্লা-হ) পড়ুন। দিনে কমপক্ষে ১০০ বার পড়ুন।
৪/ লা ইলাহা ইল্লালল্লাহ - জিকিরটি বেশি বেশি করুন।
৫/ বেশি বেশি দুরুদ শরীফ (প্রতিদিন কমপক্ষে ১০০ বার) পাঠ করুন।
৬/ প্রতিদিন কিছু না কিছু দান-সদকাহ করার চেষ্টা করুন। সদকায়ে জারিয়া চালু করুন।
শেয়ার করুন, বন্ধুদের সাথে ইনশাল্লাহ! দ্বীনি কথা প্রচার করে আপনিও ইসলাম প্রচারে অংশগ্রহণ করুন।
ইসলামিক বাংলা টিভি (Islamic Bangla Tv) - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহ্ সুবনাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।
#ibtv
#ibtv99
#ibtv99
0 Comments