পাঁচ ওয়াক্ত নামাজের তাসবীহ। ibtv |
ফজর: هو الحي القيوم
উচ্চারন: হুয়াল হাইয়ূল কইয়ূম
অর্থাৎ: তিনি জীবিত ও চিরস্থায়ী
যোহর: هو العلي العظيم
উচ্চারন: হুয়াল আলিয়ূল আজিম
আছর: هو الرحمن الرحيم
উচ্চারন: হুয়ার রহমানির রহীম
অর্থাৎ: তিনি দয়ালু ও মেহেরবান
মাগরিব: هو الغفور الرحيم
উচ্চারন: হুয়াল গফুরুর রহীম
অর্থাৎ: তিনি পাপ মার্জনাকারী ও করুনাময়
এশা: هو اللطيف الخبير
উচ্চারন: হুয়াল লতীফুল খবির
অর্থাৎ: তিনি বিচক্ষন ও সতর্কশীল
এ ছাড়া ফজর ও আছরের পর সুবাহানাল্লাহ ৩৩বার, আলহামদুলিল্লাহ ৩৩বার, আল্লাহু আকবার৩৪বার এবং আয়াতুল কূরসী ১বার পাঠ করলে অশেষ সাওয়াব যায়।◈ ━━━━━━ ⸙ ━━━━━━ ◈
প্রতিদিন কমপক্ষে নিম্নের আমলগুলো করুন।
>>নিম্নের লিংক ক্লিক করে ফজিলত সম্পর্কে জেনে নিন<<
১/ নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়ুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন।
২/ প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন। না পারলে কয়েকটি সূরা হলেও পড়ুন।
৩/ যত বেশি সম্ভব أَسْتَغْفِرُالله ( আস্তাগফিরুল্লা-হ) পড়ুন। দিনে কমপক্ষে ১০০ বার পড়ুন।
৪/ লা ইলাহা ইল্লালল্লাহ - জিকিরটি বেশি বেশি করুন।
৫/ বেশি বেশি দুরুদ শরীফ (প্রতিদিন কমপক্ষে ১০০ বার) পাঠ করুন।
৬/ প্রতিদিন কিছু না কিছু দান-সদকাহ করার চেষ্টা করুন। সদকায়ে জারিয়া চালু করুন।
শেয়ার করুন, বন্ধুদের সাথে ইনশাল্লাহ! দ্বীনি কথা প্রচার করে আপনিও ইসলাম প্রচারে অংশগ্রহণ করুন।
ইসলামিক বাংলা টিভি (Islamic Bangla Tv) - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহ্ সুবনাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।
#ibtv
#ibtv99
#ibtv99
0 Comments