আল্লাহর প্রিয় বন্ধু চিনতে ভুল করবেন না | IBTV

আল্লাহর প্রিয় বন্ধু চিনতে ভুল করবেন না | Islamic Bangla Tv
আল্লাহর প্রিয় বন্ধু চিনতে ভুল করবেন না | IBTV
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "(আল্লাহর ওলি তারাই) যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।" [সিলসিলা সহিহাহ: ১৭৩৩]
.
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা বলেন-

ألآ إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون
"জেনে রাখ!, আল্লাহর ওলিদের কোন ভয় নেই এবং কোন চিন্তাও নেই।" [সূরা ইউনুস: ৬২]
.
আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করলে নিশ্চিতভাবেই ধ্বংস অনিবার্য। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ্ বলেন, "যে ব্যক্তি আমার কোন ওলির সাথে শত্রুতা পোষণ করবে, অবশ্যই আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।" [সহিহ বুখারি: ৬৫০২, সহিহ আল জামি': ১৭৮২]
.
আসলে, যখন কেউ আল্লাহর আনুগত্যে অটল থাকে, তখন তিনি মানুষের মনে এই ব্যক্তির প্রতি ভালবাসা তৈরি করে দেন। যার ফলে লোকজনও তাকে ভালবাসতে শুরু করে। মোটামুটি এই অর্থে সহিহ হাদিস আছে। আল্লাহর ওলি হওয়ার জন্য কোন শর্ট-কাট রাস্তা নেই। ইমাম তহাবি (রাহিমাহুল্লাহ) বলেন, "মুমিনগণ (স্বাভাবিতভাবে) সকলেই আল্লাহর ওলি বা বন্ধু। তাঁদের মধ্য হতে যে-যত আল্লাহর অনুগত এবং কুরআনের অনুসরণকারী, তিনি আল্লাহর নিকট তত বেশি সম্মানিত।" [আকীদাতুত তহাবি (শরাহসহ)]
.
এ ব্যাপারে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা কুরআনে বলেন-
إن اكرمكم عند الله أتقاكم
"নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সে-ই সর্বাধিক সম্মানিত, যে তোমাদের মধ্যে সর্বাধিক তাকওয়াসম্পন্ন।" [সূরা হুজুরাত: ১৩]
.
তাকওয়া মানে আল্লাহ্কে ভয় করে গোনাহ্ থেকে বিরত থাকা এবং তাঁর আনুগত্য করা। অতএব, নামায-রোযা, অযু-গোসলহীন ভণ্ড পীররা আল্লাহর ওলি নয়; এদের ভেল্কি দেখে এদের প্রতি মুগ্ধ হবেন না। যে-কারো শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো, আল্লাহ্ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য; অন্য কিছু নয়।




◈ ━━━━━━ ⸙ ━━━━━━ ◈
 

 প্রতিদিন কমপক্ষে নিম্নের আমলগুলো করুন।

>>নিম্নের লিংক ক্লিক করে ফজিলত সম্পর্কে জেনে নিন<<

১/ নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়ুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন।

২/ প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন। না পারলে কয়েকটি সূরা হলেও পড়ুন। 

৩/ যত বেশি সম্ভব  أَسْتَغْفِرُالله ( আস্তাগফিরুল্লা-হ) পড়ুন। দিনে কমপক্ষে ১০০ বার পড়ুন।

৪/ লা ইলাহা ইল্লালল্লাহ - জিকিরটি বেশি বেশি করুন।

৫/ বেশি বেশি দুরুদ শরীফ (প্রতিদিন কমপক্ষে ১০০ বার) পাঠ করুন।

৬/ প্রতিদিন কিছু না কিছু দান-সদকাহ করার চেষ্টা করুন। সদকায়ে জারিয়া চালু করুন।

 

শেয়ার করুন, বন্ধুদের সাথে ইনশাল্লাহ! দ্বীনি কথা প্রচার করে আপনিও ইসলাম প্রচারে অংশগ্রহণ করুন।

ইসলামিক বাংলা টিভি (Islamic Bangla Tv) - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহ্‌ সুবনাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।
#ibtv
#ibtv99

Post a Comment

0 Comments