সুদ ও মদের সাথে সম্পৃক্ত অভিশপ্ত ব্যক্তিসমূহ | IBTV


সুদ ও মদের সাথে সম্পৃক্ত অভিশপ্ত ব্যক্তিসমূহ | IBTV
সুদ ও মদের সাথে সম্পৃক্ত অভিশপ্ত ব্যক্তিসমূহ | IBTV

#সুদ
সুদের সাথে জড়িত এমন চার প্রকার লোক অভিশপ্তঃ
(১) যে ব্যক্তি সুদ খায় এবং
(২) যে সুদ দেয়,
(৩) যে সুদের কথা লিখে রাখে এবং

(৪) যারা সুদের সাক্ষী হয়,
তাদের সবার উপরে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম লা’নত (বা অভিশম্পাত) করেছেন। তিনি আরো বলেছেন, “এই সবগুলো মানুষ পাপের দিক থেকে সমান।”
সহীহ মুসলিমঃ ১৫৯; আহমাদ, আবু দাঊদ, তিরমিযী। হাদীসটি ‘সহীহ’।

#মদ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম মদের সাথে সংশ্লিষ্ট দশ প্রকারভব্যক্তির ওপর লানত (অভিশম্পাত) করেছেনঃ
(১) যে ব্যক্তি মদ তৈরী করে,
(২) যে ব্যক্তি মদ তৈরী করার নির্দেশ দেয়,
(৩) যে ব্যক্তি মদ পান করে,
(৪) যে ব্যক্তি মদ বহন করে,
(৫) যার জন্য মদ বহন করে নিয়ে যাওয়া হয়,
(৬) যে ব্যক্তি অন্যকে মদ পান করায়,
(৭) যে ব্যক্তি মদ বিক্রি করে,
(৮) যে ব্যক্তি মদের উপার্জন ভোগ করে,
(৯) যে ব্যক্তি মদ ক্রয় করে,
(১০) যার জন্য মদ ক্রয় করা হয়।
সুনানে আত-তিরমিযীঃ ১২৯৫, সুনানে ইবনু মাজাহঃ ৩৩৮১, হাদীষটি হাসান, সহীহ আত-তারগীবঃ ২৩৫৭।




◈ ━━━━━━ ⸙ ━━━━━━ ◈
 

 প্রতিদিন কমপক্ষে নিম্নের আমলগুলো করুন।

>>নিম্নের লিংক ক্লিক করে ফজিলত সম্পর্কে জেনে নিন<<

১/ নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়ুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন।

২/ প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন। না পারলে কয়েকটি সূরা হলেও পড়ুন। 

৩/ যত বেশি সম্ভব  أَسْتَغْفِرُالله ( আস্তাগফিরুল্লা-হ) পড়ুন। দিনে কমপক্ষে ১০০ বার পড়ুন।

৪/ লা ইলাহা ইল্লালল্লাহ - জিকিরটি বেশি বেশি করুন।

৫/ বেশি বেশি দুরুদ শরীফ (প্রতিদিন কমপক্ষে ১০০ বার) পাঠ করুন।

৬/ প্রতিদিন কিছু না কিছু দান-সদকাহ করার চেষ্টা করুন। সদকায়ে জারিয়া চালু করুন।

 

শেয়ার করুন, বন্ধুদের সাথে ইনশাল্লাহ! দ্বীনি কথা প্রচার করে আপনিও ইসলাম প্রচারে অংশগ্রহণ করুন।

ইসলামিক বাংলা টিভি (Islamic Bangla Tv) - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহ্‌ সুবনাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।
#ibtv
#ibtv99

Post a Comment

0 Comments