দুআ কবুলের সময় | যে সময় দোয়া করলে কবুল হয়।

 
দুআ কবুলের সময় | যে সময় দোয়া করলে কবুল হয়।
দুআ কবুলের সময় | যে সময় দোয়া করলে কবুল হয়।


 বিভিন্ন হাদিস থেকে আমরা দোয়া কবুলের সময় সম্পর্কে জানতে পারি। নিম্নে দোয়া কবুল হওয়ার সময় গুলো তুলে ধরা হলো।

১) লাইলাতুল কদরের রাতে। (তিরমিযি, ৩৫১৩)
২) ফরজ সালাতের পর। (তিরমিযি, ৩৪৯৯)
৩) শেষ রাতে। (বুখারি, ১১৪৫)

৪) আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়। (আবূ দাঊদ, ৫২১)
৫) ফরয সালাতের আযানের সময়। (আবূ দাঊদ, ২৫৪০)
৬) ইকামাতের সময়। (ইবনু হিব্বান, ১৭৬৪)
৭) বৃষ্টির সময়। (আবূ দাঊদ, ২৫৪০)
৮) আল্লাহর রাস্তায় লড়াই তীব্র আকার ধারণ করলে। (আবূ দাঊদ, ২৫৪০)
৯) প্রতি রাতে কিছু সময়। (মুসলিম, ৭৫৭)
১০) জুমুআর দিন আসরের পর। (আহমাদ, ২/২৭২)
১১) সৎ নিয়তে জমজমের পানি পান করার সময়। (ইবনু মাজাহ, ৩০৬২)
১২) সালাতের সাজদায়। (মুসলিম, ৪৮২)
১৩) রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দুআ পড়ার পর। (বুখারি, ১১৫৪)
১৪) দুআ ইঊনুস পাঠ করার পর। (তিরমিযি, ৩৫০৫)
১৫) মুসিবতের সময় নির্দিষ্ট দুআ পাঠ করলে। (মুসলিম, ৯১৮)
১৬) কারও মৃত্যুর পর যখন সমবেত মানুষ দুআ করে। (মুসলিম, ৯২০)
১৭) সালাতের শুরুতে বিশেষ দুআ। (মুসলিম, ৬০১)
১৮) সালাতে সূরা ফাতিহা পড়ার সময়। (মুসলিম, ৩৯৫)
১৯) রুকূ থেকে ওঠার সময়। (বুখারি, ৭৯৯)
২০) সূরা ফাতিহার পর ফেরেশতাদের আমীন বলার সময়। (বুখারি, ৭৯৯)
২১) রুকূ থেকে উঠে বিশেষ দুআ পড়ার সময়। (বুখারি, ৭৯৬)
২২) সালাতের শেষ বৈঠকে নবি সাঃ এর ওপর দরুদ পড়ার পর। (তিরমিযি, ৫৯৩)
২৩) সালাতে সালাম ফেরানোর আগে। (নাসাঈ, ১৩০০)
২৪) ওযুর পর নির্দিষ্ট দুআ পাঠকালে। (মুসলিম, ২৩৪)
২৫) আরাফার দিন আরাফার ময়দানে। (তিরমিযি, ৩৫৮৫)
২৬) সূর্য ঢলে পড়ার পর, যুহরের আগে। (তিরমিযি, ৪৭৮)
২৭) রমাদান মাসে। (বুখারি, ১৮৯৮)
২৮) যিকরের মজলিশে মুসলিমদের সমাবেশে। (বুখারি, ৬৪০৮)
২৯) মোরগ ডাকার সময়। (বুখারি, ৩৩০৩)
৩০) নেক কাজের ওসীলা দিয়ে দুআ করলে। (বুখারি, ২২১৫)
৩১) যুল হিজ্জাহ মাসের প্রথম দশ দিন। (বুখারি, ৯৬৯)

দুআ কবুলের মুহূর্তগুলো আরও বিস্তারিতভাবে জানার জন্য পড়ুন শাইখ সাঈদ কাহতানির বিখ্যাত বইয়ের একমাত্র পূর্ণাঙ্গ অনুবাদ "বান্দার ডাকে আল্লাহর সাড়া" বইটি।

এই কঠিন মুহূর্তে দুআর এ বিশ্বকোষটি হোক আপনার প্রাত্যহিক পথচলার বিশ্বস্ত সঙ্গী।
বই : বান্দার ডাকে আল্লাহর সাড়া
প্রকাশনা : মাকতাবাতুল বায়ান

আল্লাহ্‌ আমাদের সবাইকে সহি পথে পরিচালিত করুক। আমিন।

◈ ━━━━━━ ⸙ ━━━━━━ ◈
 

 প্রতিদিন কমপক্ষে নিম্নের আমলগুলো করুন।

>>নিম্নের লিংক ক্লিক করে ফজিলত সম্পর্কে জেনে নিন<<

১/ নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়ুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন।

২/ প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন। না পারলে কয়েকটি সূরা হলেও পড়ুন। 

৩/ যত বেশি সম্ভব  أَسْتَغْفِرُالله ( আস্তাগফিরুল্লা-হ) পড়ুন। দিনে কমপক্ষে ১০০ বার পড়ুন।

৪/ লা ইলাহা ইল্লালল্লাহ - জিকিরটি বেশি বেশি করুন।

৫/ বেশি বেশি দুরুদ শরীফ (প্রতিদিন কমপক্ষে ১০০ বার) পাঠ করুন।

৬/ প্রতিদিন কিছু না কিছু দান-সদকাহ করার চেষ্টা করুন। সদকায়ে জারিয়া চালু করুন।

 

'আপনিও হোন ইসলামের প্রচারক' 

প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]


ইসলামিক বাংলা টিভি (Islamic Bangla Tv) - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহ্‌ সুবনাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।
#ibtv
#ibtv99

Post a Comment

0 Comments