.
আল্লাহ্ আমাদের xঅনুপ্রাণিত করছেন—‘‘তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে যাও তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান-যমিনের সমান।’’ [সুরা হাদিদ, আয়াত: ২১]
.
আমাদের স্বপ্নই যদি থাকে কোনোরকম জান্নাতে প্রবেশ করা, তবে আশঙ্কা থাকে—প্রস্তুতির দদুর্বলতার দরুণ আগে জাহান্নামের তিক্ত অভিজ্ঞতাও অর্জন করা লাগবে। আর স্বপ্নটা যদি থাকে জান্নাতুল ফিরদাউসের (এবং সে অনুযায়ী আমলও বেশি বেশি করা হয়) তবে আশা করা যায়, জান্নাতে আমরা প্রথম দফাতেই প্রবেশ করতে পারবো; এমনকি চিরস্বপ্নের জান্নাতুল ফিরদাউসও আমাদের স্বাগত জানাতে পারে, ইনশাআল্লাহ্। রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘তোমরা যখন চাবে, তখন ফিরদাউসই চাবে।’’ [আলবানি, সহিহুল জামি’: ৩১২১]
.
গতানুগতিক মুসলিম হলে চলবে না। অবশ্যই নিজেকে অসাধারণ বানাতে চেষ্টা করতে হবে। সাইড বেঞ্চে, অতিরিক্ত খেলোয়াড় হিসেবে বসে থাকা যাবে না। উম্মাহর জন্য অনেক বড় বড় কাজ করার স্বপ্ন দেখতে হবে। এমন হতে পারে—৫০ জন মুসলিমের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া বা ২০ জন বিধবা নারীর ঘরোয়া পরিবেশে কোন ছোটোখাটো কাজের সুযোগ করে দেওয়া কিংবা ১০ জন ইয়াতিমের পড়ালেখার দায়িত্ব নেওয়া। এছাড়া হতে পারে—টার্গেট করে ৫০ জন বেনামাজিকে নামাজি বানানো কিংবা পতিতালয়গুলো উঠিয়ে দেওয়া অথবা বিভিন্ন মাসজিদ ও বাসা-বাড়িতে কুরআন শিক্ষার আসর জমিয়ে এলাকার তরুণ-যুবাদের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দেওয়া। এমন অনেক পরিকল্পনাই করা যেতে পারে।
.
হয়ত মনে হবে, ‘‘আমার পক্ষে এগুলো কীভাবে সম্ভব?’’ ভাই, আল্লাহ্ চাইলে অবশ্যই সম্ভব। সবচেয়ে বড় কথা হলো: এ ধরনের নেককাজের কেবল প্ল্যান করার মাধ্যমেই আপনি নেকি পেয়ে যাবেন। এরপর প্ল্যান বাস্তবায়নের তাওফিক হোক বা না হোক। এটা ইসলামের একটি মহান সৌন্দর্য যে, এখানে কেবল নেক কাজের পরিকল্পনার মাধ্যমেই নেকি পাওয়া যায়। এ ব্যাপারে সহিহ হাদিস রয়েছে।
.
আমরা মুসলিম। বিশ্বকে বদলে দেওয়া জাতি। অলসতা, কাপুরুষতা, নিষ্ক্রিয়তা—এগুলো আমাদের সাথে যায় না। আমাদের রাতগুলো কাটবে আল্লাহর দরবারে সিজদাবনত হয়ে আর দিনগুলো কাটবে উম্মাহর কল্যাণে। আল্লাহ্ তাওফিক দিন।
◈ ━━━━━━ ⸙ ━━━━━━ ◈
প্রতিদিন কমপক্ষে নিম্নের আমলগুলো করুন।
- নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়ুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন।
- প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন। না পারলে কয়েকটি সূরা হলেও পড়ুন।
- যত বেশি সম্ভব أَسْتَغْفِرُالله ( আস্তাগফিরুল্লা-হ) (প্রতিদিন কমপক্ষে ১০০ বার) পড়ুন।
- লা ইলাহা ইল্লালল্লাহ - জিকিরটি বেশি বেশি করুন।
- বেশি বেশি দুরুদ শরীফ (প্রতিদিন কমপক্ষে ১০০ বার) পাঠ করুন।
- প্রতিদিন কিছু না কিছু দান-সদকাহ করার চেষ্টা করুন। সদকায়ে জারিয়া চালু করুন।
'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]
ইসলামিক বাংলা টিভি (Islamic Bangla Tv) - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহ্ সুবনাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।
#ibtv #ibtv99 #islamic #islamicbangla
0 Comments