৭.৫ ভরি স্বর্ণ, ৫২.৫ ভরি রূপা বা সমমূল্যের নিত্য প্রয়োজনোতিরিক্তসম্পদের মালিক হলে, এবং এ অবস্থায় এক বছর অতিক্রান্ত হলে। এ
হিসাবটাকেইসলামী পরিভাষায় ‘নেসাব বলে। অতএব, কারো যদি নেসাব পরিমাণ সম্পদ এক বছরপর্যন্ত থাকে, তাহলে তার উপর যাকাত ফরয হবে।
“এই ব্লগটির সর্বস্বত্ব উন্মুক্ত। অবিকৃত রেখে এবং ব্লগের সূত্র উল্লেখ করে যে-কোনো বিষয় স্বাধীনভাবে যে-কোনো মাধ্যমে প্রকাশ ও প্রচার করে ইসলাম প্রচারে অংশ নিতে পারেন।”
0 Comments