সুনানে ইবনে মাজাহ, ৮/ সিয়াম বা রোযা১/১৭৭৯। নাবী ﷺ -এর
স্ত্রী সাফিয়্যা বিনতে হুয়াই (রাঃ) থেকে বর্ণিত। রমযান মাসের শেষ দশকে
রসূলুল্লাহ ﷺ মাসজিদে ই‘তিকাফ করেছিলেন। তখন সাফিয়্যা (রাঃ) তাঁর সাথে দেখা
করতে আসেন এবং রাতের কিছুক্ষণ তাঁর সাথে কথাবার্তা বলেন। অতঃপর তিনি চলে
যাওয়ার জন্য উঠে দাঁড়ালে রসূলুল্লাহ ﷺ -ও তাকে বিদায় দেয়ার জন্য দাঁড়ান।
সাফিয়্যা (রাঃ) নাবী ﷺ -এর অপর স্ত্রী উম্মু সালামাহ (রাঃ)-এর ঘরের
নিকটবর্তী মাসজিদের দরজার কাছাকাছি পৌঁছলে দু’জন আনসারী তাদেরকে অতিক্রম
করে গেলেন এবং রসূলুল্লাহ ﷺ -কে সালাম দিয়ে তাড়াতাড়ি চলে যেতে লাগলেন।
রসূলুল্লাহ ﷺ তাদেরকে বলেন : থামো! এ হচ্ছে সাফিয়্যা বিনতে হুয়াই। তারা
বলেন, সুবহানাল্লাহ, হে আল্লাহর রসূল! বিষয়টি তাদের জন্য কঠিন মনে হলো।
রসূলুল্লাহ ﷺ বলেন : শয়তান আদম-সন্তানের শিরা-উপশিরায় রক্ত প্রবাহের মত
ধাবিত হয়। আমি আশঙ্কা করছিলাম, শয়তান তোমাদের অন্তরে কোনরূপ কুধারণার
সৃষ্টি করে কিনা? সহীহ, সহীহ আবী দাউদ ২১৩৩-২১৩৪, বুখারী, মুসলিম।[1]
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ
حَدَّثَنَا عُمَرُ بْنُ عُثْمَانَ بْنِ عُمَرَ بْنِ مُوسَى بْنِ عُبَيْدِ
اللهِ بْنِ مَعْمَرٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي عَلِيُّ
بْنُ الْحُسَيْنِ عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ زَوْجِ النَّبِيِّ ﷺ
أَنَّهَا جَاءَتْ إِلَى رَسُولِ اللهِ ﷺ تَزُورُهُ وَهُوَ مُعْتَكِفٌ فِي
الْمَسْجِدِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ
فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً مِنْ الْعِشَاءِ ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ
فَقَامَ مَعَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ﷺ يَقْلِبُهَا حَتَّى
إِذَا بَلَغَتْ بَابَ الْمَسْجِدِ الَّذِي كَانَ عِنْدَ مَسْكَنِ أُمِّ
سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ ﷺ فَمَرَّ بِهِمَا رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ
فَسَلَّمَا عَلَى رَسُولِ اللهِ ﷺ ثُمَّ نَفَذَا فَقَالَ لَهُمَا رَسُولُ
اللهِ صلى الله عليه وسلم ﷺ عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ
حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللهِ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم
وَكَبُرَ عَلَيْهِمَا ذَلِكَ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ﷺ
«إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ ابْنِ آدَمَ مَجْرَى الدَّمِ وَإِنِّي
خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا».
3101, মুসলিম-2175,
বুখারি-2035,2038,2039,
3101, মুসলিম-2175,
বুখারি-2035,2038,2039,
সুনানে ইবনে মাজাহ, ৮/ সিয়াম বা রোযা১/১৭৭৮। ‘আয়িশাহ্ (রাঃ)
থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ﷺ ই‘তিকাফরত অবস্থায় তাঁর মাথা আমার
দিকে এগিয়ে দিতেন। আমি তা ধৌত করে দিতাম এবং অাঁচড়িয়ে দিতাম। তখন আমি হায়েয
অবস্থায় আমার ঘরে থাকতাম এবং তিনি মাসজিদে থাকতেন। সহীহ্।[1]
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ
هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ
اللهِ صلى الله عليه وسلم ﷺ «يُدْنِي إِلَيَّ رَأْسَهُ وَهُوَ مُجَاوِرٌ
فَأَغْسِلُهُ وَأُرَجِّلُهُ وَأَنَا فِي حُجْرَتِي وَأَنَا حَائِضٌ وَهُوَ
فِي الْمَسْجِدِ».
বুখারি-295,296,30;
বুখারি-295,296,30;
সুনানে ইবনে মাজাহ, ৮/ সিয়াম বা রোযা১/১৭৭৫। আবূ সাঈদ
আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ ﷺ একটি তুর্কী তাঁবুর মধ্যে
ইতিকাফে বসেন, যার জানালায় টাঙ্গানো ছিলো চাটাইয়ের টুকরা। রাবী বলেন, তিনি
তাঁর হাত দিয়ে চাটাইটি সরিয়ে বেষ্টনীর পাশে রাখেন, অতঃপর মাথা বের করে
লোকেদের সাথে কথা বলেন। সহীহ, মুসলিম।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّنْعَانِيُّ
حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنِي عُمَارَةُ بْنُ
غَزِيَّةَ قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ عَنْ أَبِي سَلَمَةَ
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ﷺ
«اعْتَكَفَ فِي قُبَّةٍ تُرْكِيَّةٍ عَلَى سُدَّتِهَا قِطْعَةُ حَصِيرٍ
قَالَ فَأَخَذَ الْحَصِيرَ بِيَدِهِ فَنَحَّاهَا فِي نَاحِيَةِ الْقُبَّةِ
ثُمَّ أَطْلَعَ رَأْسَهُ فَكَلَّمَ النَّاسَ».
0 Comments