আল্লাহ তা'আলা বলেন,
) وٱلذين يؤذون ٱلمؤمنين وٱلمؤمنت بغير ما ٱكتسبوا فقد ٱحتملوا بهتنا وإثما مبينا 58 ([الاحزاب: 58]
অর্থাৎ যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। (সূরা আহযাব 58 আয়াত)
1/1587। আবূ
হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেন, '' সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে আমাদের উপর
অস্ত্র তোলে। আর যে আমাদেরকে ধোঁকা দেয়, সেও আমাদের দলভুক্ত নয়। '' (মুসলিম) [1]
অন্য
এক বর্ণনায় আছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
[বাজারে] এক খাদ্যরাশির নিকট দিয়ে অতিক্রম করার সময় তাতে নিজ হাত
ঢুকালেন। তিনি আঙ্গুলে অনুভব করলেন যে, ভিতরের শস্য ভিজে আছে। বললেন, '' ওহে ব্যাপারী! এ কি ব্যাপার? '' ব্যাপারী বলল, 'হে আল্লাহর রাসূল! ওতে বৃষ্টি পড়েছে। ' তিনি বললেন, '' ভিজেগুলোকে শস্যের উপরে রাখলে না কেন, যাতে লোকে দেখতে পেত? [জেনে রেখো!] যে আমাদেরকে ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়। ''
[1]
মুসলিম 101 ইবনু মাজাহ ২575, আহমাদ 8159, ২7500 [দ্বিতীয়াংশ) মুসলিম 10২,
তিরমিযী 1315, ইবনু মাজাহ ২২4, আহমাদ 7২50, ২7500 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
উক্ত
রাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেন, '' [ক্রয় করার ইচ্ছা না থাকা সত্ত্বেও বিক্রেতার
জিনিসের মূল্য বৃদ্ধি করার জন্য ক্রেতা আকৃষ্ট করে ] দালালি করো না। '' (বুখারী ও মুসলিম) [1]
[1]
সহীহুল বুখারী ২140, ২148, ২150, ২151, ২160, ২16২, ২7২3, ২7২7, 515২,
6601, মুসলিম 1076, 1413, 1515, তিরমিযী 1134, 1190, 1২২1, 1২২২, 1২51,
1২5২, 1304, নাসায়ী 3২39, 3২40, 3২41, 3২4২, 4487, 4490, 4489, 4491,
4496, 450২, 4506, 4507, আবূ দাউদ ২080, 3437, 3438, 3443, 3444, 3445,
ইবনু মাজাহ 1867, ২17২, ২174, ২175, ২178, ২২39, আহমাদ 7২07, 7২63, 7২70,
7333, 7406, 7471, 7641, 8039, 8505, 8713, 8780, 8876, 9013, 9055, 9611, 9
06, মুওয়াত্তা মালিক 1111 দারেমী ২175, ২553 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
উক্ত
রাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একটি লোক এসে আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নিবেদন করল যে, সে ব্যবসা
বাণিজ্য বা ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ধোঁকা খায়। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, '' যার সাথে তুমি কেনা-বেচা করবে,
তাকে বলে দেবে যে, ধোঁকা যেন না হয়। '' [অর্থাৎ আমার পণ্য বস্তু ফিরিয়ে
দেওয়ার এখতিয়ার থাকবে।] (বুখারী ও মুসলিম) [1]
[1]
সহীহুল বুখারী ২117, ২407, ২414, 6964, মুসলিম 1533, নাসায়ী 4884, আবূ
দাউদ 3500, আহমাদ 5015, 5২49, 538২, 5491, 58২0, 6099, মুওয়াত্তা মালিক
1393 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
0 Comments