স্বাফিয়্যাহ
বিন্তে আবূ উবাইদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোন স্ত্রী
[হাফসাহ রাদিয়াল্লাহু আনহা] হতে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি গণকের নিকট এসে কোন [গায়বী] বিষয়ে
প্রশ্ন করে, তার চল্লিশ দিনের নামায কবুল করা হয় না। ' (মুসলিম) [অন্য হাদীসে আছে, আর যে ব্যক্তি গণকের কথা বিশ্বাস করবে, সে কাফের হয়ে যাবে। আহমাদ, তিরমিযী] [1] মুসলিম ২২30, আহমাদ 16২0২, ২২711 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
মুআবিয়াহ ইবনে হাকাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নিবেদন করলাম, 'হে আল্লাহর রাসূল! আমি
জাহেলী যুগের অত্যন্ত নিকটবর্তী [অর্থাৎ আমি অল্পদিন হল অন্ধ-যুগ থেকে
নিষ্কৃতি পেয়েছি] এবং বর্তমানে আল্লাহ আমাকে ইসলামে দীক্ষিত করেছেন। আমাদের কিছু লোক গণকদের নিকট [ভাগ্য-ভবিষ্যৎ জানতে] যায়। ' তিনি বললেন, '' তুমি তাদের কাছে যেও না। '' আমি বললাম, 'আমাদের কিছু লোক অশুভ লক্ষণ মেনে চলে।' তিনি বললেন, '' এ এমন জিনিস, যা তারা নিজেদের অন্তরে অনুভব করে। সুতরাং
এ [সব ধারণা] যেন তাদেরকে [বাঞ্ছিত কর্মে] বাধা না দেয়। '' আমি নিবেদন
করলাম, 'আমাদের মধ্যে কিছু লোক দাগ টেনে শুভাশুভ নিরূপণ করে।' তিনি বললেন, '' [প্রাচীনযুগে] এক পয়গম্বর দাগ টানতেন। সুতরাং যার দাগ টানার পদ্ধতি উক্ত পয়গম্বরের পদ্ধতি অনুসারে হবে, তা সঠিক বলে বিবেচিত হবে [নচেৎ না]। '' (মুসলিম) [1]
[1] মুসলিম 537, নাসায়ী 1২18, আবূ দাউদ 930, 931, 3২8২, 3909, আহমাদ ২3২50, ২3২56, দারেমী 150২ হাদিসের মানঃ সহিহ (রহঃ)
আবূ
মাসঊদ বাদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মূল্য, ব্যভিচারের বিনিময় এবং গণকের পারিতোষিক
গ্রহণ করতে নিষেধ করেছেন। (বুখারী ও মুসলিম) [1]
[অর্থাৎ কুকুর বিক্রি করে, নিজের দাসীকে বেশ্যার কাজে এবং দাসকে গণকের কাজে খাটিয়ে অর্থ উপার্জন করতে নিষেধ করেছেন।]
[1] সহীহুল বুখারী ২২37, ২২8২, 5346, 5761 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
0 Comments