বাজারে যাওয়ার পূর্বেই পন্য কেনা, দালালি করা হারাম, একজনের ওপর আরেকজন পন্য কেনা।



ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, '' বাজারে নামার পূর্বে কোন পণ্য [বাজারের বাইরে] আগে বেড়ে ক্রয় করবে না। '' (বুখারী-মুসলিম) [1] 85
[1] সহীহুল বুখারী ২149, ২150, ২164, মুসলিম 1518, তিরমিযী 1২২0, ইবনু মাজাহ ২180, ২২41, আহমাদ 40 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, '' [বাজারের] বাইরে গিয়ে পণ্য নেওয়ার জন্য ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করবে না। আর কোন শহুরে লোক যেন কোন গ্রাম্য লোকের পণ্য বিক্রয় না করে। '' ত্বাউস তাঁকে বললেন, 'কোন শহুরে লোক যেন কোন গ্রাম্য লোকের পণ্য বিক্রয় না করে' এর অর্থ কি? তিনি বললেন, 'সে যেন তার দালালি না করে।' (বুখারী, মুসলিম) [1]   
[1] সহীহুল বুখারী ২158, ২163, ২২74, মুসলিম 15২1, নাসায়ী 4500, আবূ দাউদ 3439, ইবনু মাজাহ ২177, আহমাদ 347২ হাদিসের মানঃ সহিহ (রহঃ)
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য লোকের পণ্যদ্রব্য বেচতে শহুরে লোককে নিষেধ করেছেন [তিনি বলেছেন,] '' ক্রেতাকে প্রতারিত করে মূল্য বৃদ্ধির জন্য দালালি করো না কোন ব্যক্তি তার (মুসলিম) ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় করবে না। আর কোন ব্যক্তি তার (মুসলিম) ভাইয়ের বিবাহ-প্রস্তাবের উপর নিজের প্রস্তাব দেবে না। কোন মহিলা তার বোনের [সতীনের] তালাক চাইবে না; যাতে সে তার পাত্রে যা আছে তা ঢেলে ফেলে দেয় [এবং একাই স্বামী-প্রেমের অধিকারিণী হয়।] ''
অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পণ্য ক্রয় করার জন্য [বাজারের] বাইরে গিয়ে ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করতে, মুহাজির হয়ে মরুবাসীর পণ্যদ্রব্য বিক্রয় করতে, [বিয়ের সময়] মহিলার তার বোনের [সতীনকে] তালাক দিতে হবে এরূপ শর্তারোপ করতে এবং (মুসলিম) ভাইয়ের দর-দাম করার উপর দর-দাম করতে বারণ করেছেন। আর তিনি [প্রতারণার দালালি করে] পণ্যের দাম বাড়াতে এবং কয়েকদিন ধরে পশুর স্তনে দুধ জমা রেখে তা ফুলিয়ে রাখতে নিষেধ করেছেন। (বুখারী ও মুসলিম) [1]
[1] সহীহুল বুখারী ২140, ২148, ২150, ২151, ২160, ২160, ২16২, ২7২3, ২7২7, 515২, 6601, মুসলিম 1076, 1413, 1515, তিরমিযী 11২4, 1190, 1২২1, 1২২২, 1২51, 1২5২, 1304, নাসায়ী 3২39-3২4২, 4487-4489, 4491, 4496, 450২, 4506, 4507, আবূ দাউদ ২080, 3437, 3438, 3443, 3444, 3445, ইবনু মাজাহ 1867, ২17২, ২174, ২175, ২178, ২২39, আহমাদ 7২07, 7২63 , 7২70, 7333, 7406, 7471, 7641, 8039, 9013, 9055, মুওয়াত্তা 1111 মালিক, দারেমী ২175, ২553, ২566 হাদিসের মানঃ সহিহ (রহঃ)

Post a Comment

0 Comments