টাখনুর নিচে কাপড় পরার ভয়াবহতা, টাখনুর নিচে পোশাক পরা জায়েজ নয়, টাখনুর নিচে প্যান্ট পরার ভয়াবহতা।



টাখনুর নিচে পোশাক ঝুলিয়ে পরার ভয়াবহতাঃ

আল্লাহ তা'আলা

বলেছেন, )يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ([الاعراف: 26]

অর্থাৎ "হে বনী আদম! (হে মানবজাতি) তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূষার জন্য আমি তোমাদের জন্য পরিচ্ছদ অবতীর্ণ করেছি আর সংযমশীলতার পরিচ্ছদই সর্বোৎকৃষ্ট "সূরা আ'রাফ ২6 আয়াত)।

আল্লাহ তা'আলা আরো

বলেছেন, ) وجعل لكم سربيل تقيكم ٱلحر وسربيل تقيكم بأسكم ([النحل: 81]

অর্থাৎ তোমাদের জন্য ব্যবস্থা করেছেন পরিধেয় বস্ত্রের; যা তোমাদেরকে তাপ হতে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেছেন তোমাদের জন্য বর্মের , ওটা তোমাদের যুদ্ধে রক্ষা করে। (সূরা নাহল 81 আয়াত)

ইবনে উমার রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,' 'যে ব্যক্তি অহংকারের সাথে নিজের পোশাক মাটিতে ছেঁচড়ে চলবে , আল্লাহ তার প্রতি কিয়ামতের দিন (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না।' 'আবূ বকর রাদিয়াল্লাহু' আনহু বললেন, 'হে আল্লাহর রাসূল! খেয়াল না করলে আমার লুঙ্গি ঢিলে হয়ে নেমে যায় । ' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, '' তুমি তাদের শ্রেণীভুক্ত নও, যারা তা অহংকারবশতঃ করে থাকে। '' (বুখারী, মুসলিম এর আংশিক বর্ণনা করেছেন।) [1]

আবূ যার্র রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,' ' তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না , তাদের দিকে (দয়ার দৃষ্টিতে) তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য থাকবে যন্ত্র নাদায়ক শাস্তি। '' বর্ণনাকারী বলেন, 'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত বাক্যগুলি তিনবার বললেন।' আবূ যার্র বললেন, 'তারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হোক! কারা তারা? হে আল্লাহর রাসূল! ' তিনি বললেন, '' (লুঙ্গি-কাপড়) পায়ের গাঁটের নীচে যে ঝুলিয়ে পরে, দান করে যে লোকের কাছে দানের কথা বলে বেড়ায় এবং মিথ্যা কসম খেয়ে যে পণ্য বিক্রি করে । '' (মুসলিম) [2]

তাঁর অন্য বর্ণনায় আছে, '' যে লুঙ্গি ঝুলিয়ে পরে। ''

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,' 'যে অহংকারের সাথে নিজের লুঙ্গি ঝুলিয়ে চলে, আল্লাহ কিয়ামতের দিন তার প্রতি (রহমতের দৃষ্টিতে ) তাকাবেন না। '' (বুখারী ও মুসলিম) [3]

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,' লুঙ্গির যে পরিমাণটুকু পায়ের গাঁটের নীচে যাবে, সে পরিমাণ জাহান্নামে যাবে। ' (বুখারী) [4]

আবূ সা'ঈদ খুদরী রাদিয়াল্লাহু 'আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,' 'মুসলিমের লুঙ্গি অর্ধ গোছা পর্যন্ত ঝুলানো উচিত। গাঁটের উপর পর্যন্ত ঝুললে ক্ষতি নেই। যে অংশ লুঙ্গি পায়ের গাঁটের নীচে ঝুলবে, তা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর অহংকারবশতঃ যে ব্যক্তি পায়ের গাঁটের নীচে ঝুলিয়ে লুঙ্গি পরবে , তার দিকে আল্লাহ (করুণার দৃষ্টিতে) তাকিয়ে দেখবেন না। '' (আবূ দাঊদ, সহীহ সূত্রে) [5]

  আবূ হুরাইরাহ হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অথবা আবুল কাসিম বলেছেনঃ এক ব্যক্তি আকর্ষণীয় জোড়া কাপড় পরিধান করতঃ চুল আঁচড়াতে আঁচড়াতে পথ অতিক্রম করছিল ; হঠাৎ আল্লাহ তাকে মাটির নীচে ধ্বসিয়ে দেন। ক্বিয়ামাত অবধি সে এভাবে ধ্বসে যেতে থাকবে। [6]

[1] সহীহুল বুখারী 3665, 5783, 5784, 5791, 606২, মুসলিম ২085, তিরমিযী 1730, 1731, নাসায়ী 53২7, 53২8, 5335, 5336, আবূ দাউদ 4085, ইবনু মাজাহ 3569, আহমাদ 4475, 4553, 4669, 4759, 4869, 4994, 5018, 5030, 5035, 5151, 5166, 5২২6, 5305, 5318, 53২8, 5354, 5416, 5437, 5510, মুওয়াত্তা মালেক 1696, 1698 হাদিসের মানঃ সহিহ
[2] মুসলিম 106, তিরমিযী 1২11, নাসায়ী ২563, ২654, 4458, 4469, 5333, আবূ দাউদ 4087, ইবনু মাজাহ ২২08, আহ মাদ ২0811, ২0895, ২09২5, ২0970, ২1034, দারেমী ২605 হাদিসের মানঃ সহিহ
[3] সহীহুল বুখারী 5788, মুসলিম ২087, আহমাদ 8778, 8910, 9050, 9২70, 9545, 9851, 10163, ২7২53, মুওয়াত্তা মালেক 1698 হাদিসের মানঃ সহিহ
[ 4] সহীহুল বুখারী 5787, নাসায়ী 5330, 5331, আহমাদ 7417, 7797, 9064, 9618, 10177, হাদিসের মানঃ সহিহ
[5] আবূ দাউদ 4093, ইবনু মাজাহ 3570, 3573, আহমাদ 106২7, 10645, 10863, 11004, 11095, 11515 , মুওয়াত্তা মালে ক 1699 হাদিসের মানঃ সহিহ
[6] সহীহ বুখারী (তাওহীদ), 5789 5890, মুসলিম 37/10, হাঃ ২088, আহমাদ 10040, আধুনিক প্রকাশনী- 5364, ইসলামিক ফাউন্ডেশন- 5২60)
হাদিসের মানঃ সহিহ
টাখনুর নিচে কাপড় পরার ভয়াবহতা।

সূরা আল হাশর: 7 - রসূল তোমাদেরকে যা দেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত থাক এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা মুহাম্মদ: 33 - হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রসূলের (সাঃ) আনুগত্য কর এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না।

Post a Comment

0 Comments