হলুদ রংয়ের পোশাক পরা জায়েজ কি, হলুদ কালারের পোষাক পরা নিষেধ, হলুদ রংএর কাপড় পরা হারাম।


জন্য হলুদ রঙের পোশাক হারামঃ পুরুষের
باب تحريم لبس الرجل ثوبا مزعفرا عن أنس رضي আলাইহি রা قال: نهى النبي صلى الله عليه وسلم أن يتزعفرআলাইহি متفق
আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, 'নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য জাফরানি রঙ্গের।' (বুখারী-মুসলিম) [1]

باب تحريم لبس الرجل ثوبا مزعفرا وعن عبد, قال: رأى النبي صلى الله عليه وسلم علي ثوبين, فقال: «? أمك أمرتك بهذا» قلت: أغسلهما? قال: «بل أحرقهما» وفي رواية, فقال: «إن هذا من ثياب الكفار فلا تلبسها»। رواه مسلم
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে 'আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরনে দুটো হলুদ,' 'তোমার মা কি তোমাকে এ কাপড় পরিধান করতে?' 'আমি বললাম,' আমি কি তা ধুয়ে ফেলব? ' তিনি বললেন, '' বরং তা পুড়িয়ে ফেলো। '' অন্য এক বর্ণনায় আছে, তিনি বললেন, '' এ হল কাফেরদের পোশাক। সুতরাং তুমি এ পরিধান করো না। '' (মুসলিম) [2]

[1] সহীহুল বুখারী 5846, মুসলিম ২101, তিরমিযী ২815, নাসায়ী 5২56, 5২57, আবূ দাউদ 4179, আহমাদ 11567, 1২530 হাদিসের মানঃ সহিহ
[2] মুসলিম ২077, নাসায়ী 5316, 5317, আহমাদ 6477, 6500, 678২, 689২, 6933 হাদিসের মানঃ সহিহ
হলুদ কালারের কাপড় পরা জায়েজ নয়।


সূরা আল হাশর: 7 - রসূল তোমাদেরকে যা দেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত থাক এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা মুহাম্মদ: 33 - হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রসূলের (সাঃ) আনুগত্য কর এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না।

Post a Comment

0 Comments