স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে আর স্ত্রী যদি না আসে তাহলে, ফেরেশতারা সেই নারীকে সারারাত অভিশাপ করে।


আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু 'আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,' 'যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে নিজ বিছানায় ডাকে এবং সে না আসে , অতঃপর সে (স্বামী) তার প্রতি রাগান্বিত অবস্থায় রাত কাটায়, তাহলে ফিরিশ্তাগণ তাকে সকাল অবধি অভিসম্পাত করতে থাকেন।' '(বুখারী, মুসলিম) [1]
অন্য এক বর্ণনায় আছে যে, '' যখন স্ত্রী নিজ স্বামীর বিছানা ত্যাগ করে (অন্যত্র) রাত্রিযাপন করে, তখন ফিরিশ্তাবর্গ সকাল পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকেন। ''
আর এক বর্ণনায় আছে যে, '' সেই আল্লাহর কসম, যাঁর হাতে আমার প্রাণ আছে! কোনো স্বামী তার স্ত্রীকে নিজ বিছানার দিকে আহ্বান করার পর সে আসতে অস্বীকার করলে যিনি আকাশে আছেন তিনি (আল্লাহ) তার প্রতি অসন্তুষ্ট থাকেন, যে পর্যন্ত না স্বামী তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ''
[1] সহীহুল বুখারী 3২37, 5193, 5194, মুসলিম 1436, আবূ দাউদ ২141, আহমাদ 74২২, 8373, 8786, 970২, 9865, 10563 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
আল্লাহ তা'আলা বলেন,
) وعاشروهن بٱلمعروف ([النساء: 19] 
অর্থাৎ "তোমরা তাদের সাথে সৎভাবে জীবন যাপন কর।" (সূরা নিসা 19 আয়াত)
তিনি আরো বলেন,
) ولن تستطيعوا أن تعدلوا بين ٱلنسآء ولو حرصتم فلا تميلوا كل ٱلميل فتذروها كٱلمعلقة وإن تصلحوا وتتقوا فإن ٱلله كان غفورا رحيما 129 ([النساء: 129] 
অর্থাৎ "তোমরা যতই সাগ্রহে চেষ্টা কর না কেন, স্ত্রীদের প্রতি সমান ভালোবাসা তোমরা কখনই রাখতে পারবে না। তবে তোমরা কোন এক জনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ো না এবং অপরকে ঝুলন্ত অবস্থায় ছেড়ে দিও না। আর যদি তোমরা নিজেদের সংশোধন কর ও সংযমী হও, তবে নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। "(সূরা নিসা 1২9 আয়াত)

আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু 'আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,' 'তোমরা স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও। কারণ নারীকে পাঁজরের (বাঁকা) হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়ের সবচেয়ে বেশী বাঁকা হল তার উপরের অংশ। যদি তুমি এটাকে সোজা করতে চাও, তাহলে ভেঙ্গে ফেলবে। আর যদি তাকে ছেড়ে দাও তাহলে তো বাঁকাই থাকবে। তাই তোমরা নারীদের জন্য মঙ্গলকামী হও। '' (বুখারী ও মুসলিম) [1]
বুখারী ও মুসলিমের অন্য এক বর্ণনায় আছে, '' মহিলা পাঁজরের হাড়ের মত। যদি তুমি তাকে সোজা করতে চাও, তবে তুমি তা ভেঙ্গে ফেলবে। আর যদি তুমি তার দ্বারা উপকৃত হতে চাও, তাহলে তার এ বাঁকা অবস্থাতেই হতে হবে। ''
মুসলিমের এক বর্ণনায় আছে, '' মহিলাকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। সে কখনই একভাবে তোমার জন্য সোজা থাকবে না। এতএব তুমি যদি তার থেকে উপকৃত হতে চাও, তাহলে তার এ বাঁকা অবস্থাতেই হতে হবে। আর যদি তুমি তা সোজা করতে চাও, তাহলে তা ভেঙ্গে ফেলবে। আর তাকে ভেঙ্গে ফেলা হল তালাক দেওয়া। '' (বুখারী ও মুসলিম)
[1] সহীহুল বুখারী 3331, 5184, 5186, 6018, 6136, 6138, 6475, মুসলিম 47, 1468, তিরমিযী 1188 হাদিসের মানঃ সহিহ (রহঃ)

Post a Comment

0 Comments