নকল চুল ব্যবহার করা হারাম, মেয়েদের জন্য নকল চুল বা পরচুলা লাগানো হারাম, নকল চুল মাথায় লাগানো নাজায়েয।


# মহিলাদের_পরচুলা_নকল_চুল_লাগানো_হারামঃ
باب تحريم وصل الشعر والوشم والوشر وهو تحديد الأسنان وعن أسماء رضي الله عنها: أن امرأة سألت النبي صلى الله عليه وسلم فقالت: يا رسول الله إن ابنتي أصابتها الحصبة, فتمرق شعرها, وإني زوجتها, أفأصل فيه? فقال: لعن الله الواصلة والموصولة। متفق عليه وفي رواية: الواصلة, والمستوصلة
আসমা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে জিজ্ঞাসা করল, 'হে আল্লাহর রাসূল! আমার মেয়ে এক প্রকার চর্মরোগে আক্রান্ত হয়েছে। ফলে তার মাথার চুল ঝরে গেছে। আর আমি তার বিয়েও দিয়েছি। এখন কি আমি তার মাথায় পরচুলা লাগিয়ে দেব? ' তিনি বললেন, '' যে পরচুলা লাগিয়ে দেয় এবং যার লাগানো হয় উভয় মহিলাকে আল্লাহ অভিসম্পাত করুন বা করেছেন। '' (বুখারী ও মুসলিম) [1]
باب لا تطيع المرأة زوجها في معصية خلاد بن يحيى حدثنا إبراهيم بن نافع عن الحسن هو ابن مسلم عن صفية عن عائشة أن امرأة من الأنصار زوجت ابنتها فتمعط شعر رأسها فجاءت إلى النبي صلى الله عليه وسلم فذكرت ذ'لك له "فقالت إن زوجها أمرني أن أصل في شعرها فقال لا إنه "قد لعن الموصلات।
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, কোন এক আনসারী মহিলা তার মেয়েকে বিয়ে দিলেন। কিন্তু তার মাথার চুলগুলো উঠে যেতে লাগল। এরপর সে নাবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে এ ঘটনা বর্ণনা করে বলল, তার স্বামী আমাকে বলেছে আমি যেন আমার মেয়ের মাথায় কৃত্রিম চুল পরিধান করাই। তখন নাবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবললেন, না তা করো না, কারণ, আল্লাহ্ তা'আলা এ ধরনের মহিলাদের ওপর লা'নত বর্ষণ করেন, যারা মাথায় কৃত্রিম চুল পরিধান করে। [2]
باب تحريم وصل الشعر والوشم والوشر وهو تحديد الأسنان وعن حميد بن عبد الرحمان: أنه سمع معاوية رضي الله عنه عام حج على المنبر وتناول قصة من شعر كانت في يد حرسي فقال: يا أهل المدينة أين علماؤكم! سمعت النبي صلى الله عليه وسلم, ينهى عن مثل هذه, ويقول: «إنما هلكت بنو إسرائيل حين اتخذها نساؤهم»। متفق عليه
হুমাইদ ইবনে আব্দুর রাহমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি হজ্জ করার বছরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু-কে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছেন --- ঐ সময়ে তিনি জনৈক দেহরক্ষীর হাত থেকে এক গোছা চুল নিজ হাতে নিয়ে বললেন, 'হে মদ্বীনাবাসীগণ! তোমাদের আলেমগণ কোথায়? আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ জিনিস [ব্যবহার] নিষেধ করতে শুনেছি। তিনি বলতেন, '' বানী ইস্রাঈল তখনই ধ্বংস হয়েছিল, যখন তাদের মহিলারা এই জিনিস ব্যবহার করতে আরম্ভ করেছিল। '' (বুখারী ও মুসলিম) [3]
باب تحريم وصل الشعر والوشم والوشر وهو تحديد الأسنان وعن ابن عمر رضي الله عنهما: أن رسول الله صلى الله عليه وسلم لعن الواصلة والمستوصلة, والواشمة والمستوشمة। متفق عليه
ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরচুলা যে মহিলা লাগিয়ে দেয় এবং যে পরচুলা লাগাতে বলে, আর যে মহিলা অঙ্গ-প্রত্যঙ্গে উলকি উৎকীর্ণ করে ও যে উলকি উৎকীর্ণ করতে বলে তাদেরকে অভিশাপ করেছেন। (বুখারী ও মুসলিম) [4]
باب تحريم وصل الشعر والوشم والوشر وهو تحديد الأسنان وعن ابن مسعود رضي الله عنه قال: لعن الله الواشمات والمستوشمات والمتنمصات, والمتفلجات للحسن, المغيرات خلق الله, فقالت له امرأة في ذلك فقال: وما لي لا ألعن من لعنه رسول الله صلى الله عليه وسلم, وهو في كتاب الله? قال الله تعالى:) وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ([الحشر: 7]। متفق عليه
আব্দুললাহ ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, 'আল্লাহর অভিশাপ হোক সেই সব নারীদের উপর, যারা দেহাঙ্গে উলকি উৎকীর্ণ করে এবং যারা উৎকীর্ণ করায় এবং সে সব নারীদের উপর, যারা ভ্রূ চেঁছে সরু [প্লার্ক] করে, যারা সৌন্দর্যের মানসে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। ' জনৈক মহিলা এ ব্যাপারে তাঁর [ইবনে মাসঊদের] প্রতিবাদ করলে তিনি বললেন, 'আমি কি তাকে অভিসম্পাত করব না, যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন এবং তা আল্লাহর কিতাবে আছে? আল্লাহ বলেছেন, '' রাসূল যে বিধান তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ কর, আর যা থেকে নিষেধ করেছেন, তা থেকে বিরত থাক। '' (সূরা হাশর 7 আয়াত, বুখারী ও মুসলিম] [5]
[1] সহীহুল বুখারী 5935, 5936, 5936, 5941, মুসলিম ২1২২, নাসায়ী 5094, 5২50,
[2] সহীহুল বুখারী 5২05, মুসলিম ২1২3, নাসায়ী 5097, আহমাদ ২4২8২, ২43২9, ২5381, ২5438, ২5597, ২5674 
[3] সহীহুল বুখারী 3468, 3488, 5933, 5938, মুসলিম ২1২7, তিরমিযী ২781, নাসায়ী 5২45, 5২46, আবূ দাউদ 4167, আহমাদ 16388, 16401, 164২3, 1648২, ২7578, মুওয়াত্তা মালিক 1765 হাদিসের মানঃ সহিহ
[4] সহীহুল বুখারী 5937, 5940, 594২, 594২, 5947, মুসলিম ২1২4, তিরমিযী 1759, ২783, নাসায়ী 3416, 1595, 5২51, আবূ দাউদ 4168, ইবনু মাজাহ 1987, আহমাদ 4710 হাদিসের মানঃ সহিহ
[5] সহীহুল বুখারী 4886, 4887, 5931, 5939, 5943, 5948, মুসলিম ২1২5, তিরমিযী ২78২, নাসায়ী 5099, 5107-5109, 5২5২-5২54, আবূ দাউদ 4169, ইবনু মাজাহ 1989, আহমাদ 3871, 3935, 3945, 3946 , 4079, 4118, 4২18, 4২71, 4331, 4389, 4414, 44২0, দারেমী ২647 হাদিসের মানঃ সহিহ

নকল চুল লাগানো, 

সূরা আল হাশর: 7 - রসূল তোমাদেরকে যা দেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত থাক এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা মুহাম্মদ: 33 - হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রসূলের (সাঃ) আনুগত্য কর এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না।

Post a Comment

0 Comments