পিতা মাতার প্রতি সদ্ব্যবহার, মাতাপিতার প্রতি সন্তানের কর্তব্য।



আল্লাহ তা'আলা বলেন,
) ۞وٱعبدوا ٱلله ولا تشركوا به شيا وبٱلولدين إحسنا وبذي ٱلقربى وٱليتمى وٱلمسكين وٱلجار ذي ٱلقربى وٱلجار ٱلجنب وٱلصاحب بٱلجنب وٱبن ٱلسبيل وما ملكت أيمنكم ([النساء: 36] 
অর্থাৎ "তোমরা আল্লাহর উপাসনা কর ও কোন কিছুকে তাঁর অংশী করো না এবং পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, আত্মীয় ও অনাত্মীয় প্রতিবেশী, সঙ্গী-সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার কর।" (সূরা নিসা 36 আয়াত)
তিনি আরো বলেন,
) وٱتقوا ٱلله ٱلذي تسآءلون به وٱلأرحام ([النساء: 1] 
অর্থাৎ "সেই আল্লাহকে ভয় কর, যার নামে তোমরা একে অপরের নিকট যাচ্ঞা কর এবং জ্ঞাতি-বন্ধন ছিন্ন করাকে ভয় কর।" (সূরা নিসা 1 আয়াত)
তিনি অন্যত্র বলেন,
) وٱلذين يصلون مآ أمر ٱلله به أن يوصل ([الرعد: 21] 
অর্থাৎ "আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন যারা তা অক্ষুণ্ণ রাখে।" (সূরা রা'দ ২1 আয়াত)
তিনি অন্য জায়গায় বলেছেন,
) ووصينا ٱلإنسن بولديه حسنا ([العنكبوت: 8] 
অর্থাৎ "আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছি।" (সূরা আনকাবূত 8 আয়াত)
তিনি আরো বলেন,
) ۞وقضى ربك ألا تعبدوا إلآ إياه وبٱلولدين إحسنا إما يبلغن عندك ٱلكبر أحدهمآ أو كلاهما فلا تقل لهمآ أف ولا تنهرهما وقل لهما قولا كريما 23 وٱخفض لهما جناح ٱلذل من ٱلرحمة وقل رب ٱرحمهما كما ربياني صغيرا 24 ([الاسراء: 23, 24] 
অর্থাৎ "তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারো উপাসনা করবে না এবং পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করবে; তাদের এক জন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে বিরক্তিসূচক কিছু বলো না এবং তাদেরকে ভৎর্সনা করো না; বরং তাদের সাথে বলো সম্মানসূচক নমর কথা। অনুকম্পায় তাদের প্রতি বিনয়াবনত থেকো এবং বলো, 'হে আমার প্রতিপালক! উভয়ের প্রতি দয়া কর তাদের; যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে '। "(সূরা বানী ইস্রাঈল ২3-২4 আয়াত)
তিনি অন্যত্র বলেন,
) ووصينا ٱلإنسن بولديه حملته أمه وهنا على وهن وفصله في عامين أن ٱشكر لي ولولديك إلي ٱلمصير 14 ([لقمان: 14] 
অর্থাৎ "আমি তো মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। জননী কষ্টের পর কষ্ট বরণ করে সন্তানকে গর্ভে ধারণ করে এবং তার স্তন্যপান ছাড়াতে দু'বছর অতিবাহিত হয়। সুতরাং তুমি আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। "(সূরা লুকমান 14 আয়াত)
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকেই বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,' 'তার নাক ধূলিধূসরিত হোক, অতঃপর তার নাক ধূলিধূসরিত হোক, অতঃপর তার নাক ধূলিধূসরিত হোক, যে ব্যক্তি তার পিতা-মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল; একজনকে অথবা দু'জনকেই। অতঃপর সে (তাদের খিদমত ক'রে) জান্নাত যেতে পারল না। '' (মুসলিম) [1]
[1] মুসলিম ২551, আহমাদ 835২ হাদিসের মানঃ সহিহ (সহীহ
আবূ আব্দুর রাহমান আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু 'আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলাম,' কোন্ আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? ' তিনি বললেন, '' যথা সময়ে নামায আদায় করা। '' আমি বললাম, 'তারপর কোনটি?' তিনি বললেন, '' পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করা। '' আমি বললাম, 'তারপর কোনটি?' তিনি বললেন, '' আল্লাহর পথে জিহাদ করা। '' (বুখারী ও মুসলিম) [1]
[1] সহীহুল বুখারী 5২7, ২78২, 5970, 7534, মুসলিম 85, তিরমিযী 173, 1898, নাসায়ী 610, 611, আহমাদ 3880, 3963 , 3988, 4175, 4২11, 4২31, 4২73, 4301, দারেমী 1২২5 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু 'আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,' 'কোন সন্তান (তার) পিতার ঋণ পরিশোধ করতে পারবে না। কিন্তু সে যদি তার পিতাকে ক্রীতদাসরূপে পায় এবং তাকে কিনে মুক্ত করে দেয় (তাহলে তা পরিশোধ হতে পারে।) '' (মুসলিম) [1]
[1] মুসলিম 1510, তিরমিযী 1960, আবূ দাউদ 5137, ইবনু মাজাহ 3659, আহমাদ 7103, 7516, 8676, 945২ হাদিসের মানঃ সহিহ (রহঃ)
আব্দুল্লাহ ইবনু 'আমর ইবনু আস (রাদ্বিয়াল্লাহু' 'আনহুমা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন,' 'কাবীরাহ গুনাহসমূহ হচ্ছে, আল্লাহর সাথে শরীক করা, পিতা-মাতার অবাধ্য হওয়া, প্রাণ হত্যা করা এবং মিথ্যা কসম খাওয়া।' ' (বুখারী) [1]
[1] সহীহুল বুখারী 6675, 6870, 69২0, তিরমিযী 30২1, নাসায়ী 4011, আহমাদ 6845, 6965, দারেমী ২360 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
আবূ মুহাম্মাদ জুবাইর ইবনু মুত্বইম রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,' 'সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না।' 'সুফিয়ান তাঁর বর্ণনায় বলেন, অর্থাৎ' 'আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী।' '(বুখারী ও মুসলিম) [1 ]
[1] সহীহুল বুখারী 5984, মুসলিম ২556, তিরমিযী 1909, আবূ দাউদ 1696, আহমাদ 16২91, 163২২, 16331 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
আবূ উসাইদ মালিক ইবনু রাবী'আহ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, কোনো একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে বসা ছিলাম। এমন সময় বানী সালামা সম্প্রদায়ের জনৈক ব্যক্তি এসে বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা-মাতার মারা যাবার পরও আমার উপর তাদের প্রতি সদাচারণ করার দায়িত্ব আছে কি? তিনি বললেন, হ্যাঁ, তুমি তাদের জন্য দু'আ করবে, তাদের গুনাহের মাগফিরাত প্রার্থনা করবে, তাদের কৃত ওয়াদা পূর্ণ করবে, তাদের আত্মীয়-স্বজনের সাথে এ জন্যে উত্তম ব্যবহার করবে যে, এরা তাদেরই আত্মীয় এবং বন্ধু-বান্ধব এবং তাদেরকে সম্মান দেখাবে। [ 1]
[1] আবূ দাউদ (হাঃ 514২), ইবনু মাজাহ (হাঃ 3664), মিশকাত (হাঃ 4936), হাদীসটি যঈফ, দুর্বল; দেখুন তাহক্বীক্ব আলবানী- আবূ দাউদ (1101 হাঃ)। হাদিসের মানঃ যঈফ (Dai'f)

Post a Comment

0 Comments