স্পষ্ট কথার জন্য দোয়া:২০ত্বোহা,২৫-২৮
সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার দোয়া: *২বাকারা২০১,২৮৫;*১৪ইব্রাহিম-৪০;
*২৬শু'আরা-৮৩,৮৫-৮৮;*৩ইমরান-৫৩
নেক সন্তানের জন্য দোয়া:*৩ইমরান-৩৮
*৩৭ছাফ্ফাত-১০০
পিতা-মাতার জন্য দোয়া:
*১৭বনিইসরাঈল-২৪;*১৪ইব্রাহিম-৪১
*২৬শু'আরা-৮৩,৮৫-৮৮;*৩ইমরান-৫৩
নেক সন্তানের জন্য দোয়া:*৩ইমরান-৩৮
*৩৭ছাফ্ফাত-১০০
পিতা-মাতার জন্য দোয়া:
*১৭বনিইসরাঈল-২৪;*১৪ইব্রাহিম-৪১
আল্লাহর তা'আলার কাছে স্পষ্ট কথা ও জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া:
قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
মূসা বললেনঃ হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন।
(২০ত্বোয়া-হা-২৫)
(২০ত্বোয়া-হা-২৫)
وَيَسِّرْ لِي أَمْرِي
এবং আমার কাজ সহজ করে দিন।
(২০ত্বোয়া-হা-২৬)
(২০ত্বোয়া-হা-২৬)
وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي
এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন।
(২০ত্বোয়া-হা-২৭)
(২০ত্বোয়া-হা-২৭)
يَفْقَهُوا قَوْلِي
যাতে তারা আমার কথা বুঝতে পারে।
(২০ত্বোয়া-হা-২৮)
(২০ত্বোয়া-হা-২৮)
সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার দোয়া:
وِمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
আর তাদের মধ্যে কেউ কেউ বলে-হে পরওয়ারদেগার! আমাদিগকে
দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের
আযাব থেকে রক্ষা কর।
(২বাকারা-২০১)
(২বাকারা-২০১)
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا
رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى
الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ
لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا
فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে
আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব
অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের
প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের
নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর।
তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে
সাহায্যে
(২বাকারা-২৮৫)
(২বাকারা-২৮৫)
رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
হে আমাদের পালনকর্তা! আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন
করেছি যা তুমি নাযিল করেছ, আমরা রসূলের অনুগত হয়েছি। অতএব, আমাদিগকে
মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও।
(৩ইমরান-৫৩)
(৩ইমরান-৫৩)
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء
হে আমার পালনকর্তা, আমাকে নামায কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া।
(১৪ইব্রাহিম-৪০)
(১৪ইব্রাহিম-৪০)
رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর
(২৬শু'আরা-৮৩)
(২৬শু'আরা-৮৩)
وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ
এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর।
(২৬শু'আরা-৮৫)
(২৬শু'আরা-৮৫)
وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ
এবং আমার পিতাকে ক্ষমা কর। সে তো পথভ্রষ্টদের অন্যতম।
(২৬শু'আরা-৮৬)
(২৬শু'আরা-৮৬)
وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না,
(২৬শু'আরা-৮৭)
(২৬শু'আরা-৮৭)
يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ
যে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না;
(২৬শু'আরা-৮৮)
(২৬শু'আরা-৮৮)
নেক সন্তানের জন্য প্রার্থনা আল্লাহর তা'আলার কাছে
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء
সেখানেই যাকারিয়া তাঁর পালনকর্তার নিকট প্রার্থনা করলেন।
বললেন, হে, আমার পালনকর্তা! তোমার নিকট থেকে আমাকে পুত-পবিত্র সন্তান দান
কর-নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।
(৩ইমরান-৩৮)
(৩ইমরান-৩৮)
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।
(৩৭ছাফ্ফাত-১০০)
(৩৭ছাফ্ফাত-১০০)
পিতা-মাতার জন্য দোয়া:
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
তাদের সামনে ভালবাসার সাথে, নম্রভাবে মাথা নত করে দাও এবং বলঃ
হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে
লালন-পালন করেছেন।
(১৭বনিইসরাঈল-২৪)
(১৭বনিইসরাঈল-২৪)
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।
(১৪ইব্রাহিম-৪১)
(১৪ইব্রাহিম-৪১)
0 Comments