শবে মেরাজ কোনদিন হুজুর? ইসলামিক বাংলা টিভি |
কী বলব? একই জবাব সবাইকে বারবার বলতে হচ্ছে৷ আসলে মেরাজের সুনির্দিষ্ট সন, মাস বা তারিখ কোনোটাই তো নির্ধারিত নেই৷ মেরাজের তারিখ নিয়ে কমবেশ পাঁচটি মতামত পাওয়া যায়৷ সুতরাং কোনো এক তারিখ নির্দিষ্ট করে নেয়ার তো সুযোগ নেই৷
আসলে আমরা শবে কদর, শবে বরাতের মতো 'শবে মেরাজ' নামে আরেকটি রাত ঠিক করে নিয়েছি৷ এর জন্যে পৃথক নামায এবং রোযাও পালন করছি৷ অথচ মেরাজ উপলক্ষে পৃথক কোনো নামাযও নেই, রোযাও নেই৷
মেরাজের বড় আমল হচ্ছে, পাঁচ ওয়াক্ত নামায যথা নিয়মে আদায় করা৷ ঐতিহাসিক মেরাজের সফরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের পক্ষ থেকে এই পাঁচ ওয়াক্ত নামায নিয়ে এসেছেন৷ এই পাঁচ ওয়াক্ত নামাযেই মেরাজের তাৎপর্য ফোটে উঠে৷
~শাইখ জিয়াউর রহমান (আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক)
◈ ━━━━━━ ⸙ ━━━━━━ ◈
প্রতিদিন কমপক্ষে নিম্নের আমলগুলো করুন।
>>নিম্নের লিংক ক্লিক করে ফজিলত সম্পর্কে জেনে নিন<<
১/ নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়ুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন।
২/ প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন। না পারলে কয়েকটি সূরা হলেও পড়ুন।
৩/ যত বেশি সম্ভব أَسْتَغْفِرُالله ( আস্তাগফিরুল্লা-হ) পড়ুন। দিনে কমপক্ষে ১০০ বার পড়ুন।
৪/ লা ইলাহা ইল্লালল্লাহ - জিকিরটি বেশি বেশি করুন।
৫/ বেশি বেশি দুরুদ শরীফ (প্রতিদিন কমপক্ষে ১০০ বার) পাঠ করুন।
৬/ প্রতিদিন কিছু না কিছু দান-সদকাহ করার চেষ্টা করুন। সদকায়ে জারিয়া চালু করুন।
শেয়ার করুন, বন্ধুদের সাথে ইনশাল্লাহ! দ্বীনি কথা প্রচার করে আপনিও ইসলাম প্রচারে অংশগ্রহণ করুন।
ইসলামিক বাংলা টিভি (Islamic Bangla Tv) - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহ্ সুবনাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।
#ibtv
#ibtv99
#ibtv99
0 Comments