শবে মেরাজ কোনদিন হুজুর? ইসলামিক বাংলা টিভি

শবে মেরাজ কোনদিন হুজুর? ইসলামিক বাংলা টিভি
শবে মেরাজ কোনদিন হুজুর? ইসলামিক বাংলা টিভি
মসজিদের যিম্মাদারি থাকার সুবাদে কাল থেকে একটি প্রশ্ন শুনতে শুনতে হাঁপিয়ে উঠছি৷ হুজুর! শবে মেরাজ কোনদিন?

কী বলব? একই জবাব সবাইকে বারবার বলতে হচ্ছে৷ আসলে মেরাজের সুনির্দিষ্ট সন, মাস বা তারিখ কোনোটাই তো নির্ধারিত নেই৷ মেরাজের তারিখ নিয়ে কমবেশ পাঁচটি মতামত পাওয়া যায়৷ সুতরাং কোনো এক তারিখ নির্দিষ্ট করে নেয়ার তো সুযোগ নেই৷

আসলে আমরা শবে কদর, শবে বরাতের মতো 'শবে মেরাজ' নামে আরেকটি রাত ঠিক করে নিয়েছি৷ এর জন্যে পৃথক নামায এবং রোযাও পালন করছি৷ অথচ মেরাজ উপলক্ষে পৃথক কোনো নামাযও নেই, রোযাও নেই৷

মেরাজের বড় আমল হচ্ছে, পাঁচ ওয়াক্ত নামায যথা নিয়মে আদায় করা৷ ঐতিহাসিক মেরাজের সফরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের পক্ষ থেকে এই পাঁচ ওয়াক্ত নামায নিয়ে এসেছেন৷ এই পাঁচ ওয়াক্ত নামাযেই মেরাজের তাৎপর্য ফোটে উঠে৷

~শাইখ জিয়াউর রহমান (আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক)




◈ ━━━━━━ ⸙ ━━━━━━ ◈
 

 প্রতিদিন কমপক্ষে নিম্নের আমলগুলো করুন।

>>নিম্নের লিংক ক্লিক করে ফজিলত সম্পর্কে জেনে নিন<<

১/ নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়ুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন।

২/ প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন। না পারলে কয়েকটি সূরা হলেও পড়ুন। 

৩/ যত বেশি সম্ভব  أَسْتَغْفِرُالله ( আস্তাগফিরুল্লা-হ) পড়ুন। দিনে কমপক্ষে ১০০ বার পড়ুন।

৪/ লা ইলাহা ইল্লালল্লাহ - জিকিরটি বেশি বেশি করুন।

৫/ বেশি বেশি দুরুদ শরীফ (প্রতিদিন কমপক্ষে ১০০ বার) পাঠ করুন।

৬/ প্রতিদিন কিছু না কিছু দান-সদকাহ করার চেষ্টা করুন। সদকায়ে জারিয়া চালু করুন।

 

শেয়ার করুন, বন্ধুদের সাথে ইনশাল্লাহ! দ্বীনি কথা প্রচার করে আপনিও ইসলাম প্রচারে অংশগ্রহণ করুন।

ইসলামিক বাংলা টিভি (Islamic Bangla Tv) - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহ্‌ সুবনাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।
#ibtv
#ibtv99

Post a Comment

0 Comments