প্রবন্ধটি পড়া হলে শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ!
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি
ওয়া সাল্লাম বলেছেনঃ "জুম'আর
সালাতে তিন ধরনের লোক হাজির হয়।
ওয়া সাল্লাম বলেছেনঃ "জুম'আর
সালাতে তিন ধরনের লোক হাজির হয়।
১. এক ধরনের লোক আছে যারা
মসজিদে প্রবেশের পর তামাশা করে,
তারা বিনিময়ে তামাশা ছাড়া
কিছুই পাবে না।
মসজিদে প্রবেশের পর তামাশা করে,
তারা বিনিময়ে তামাশা ছাড়া
কিছুই পাবে না।
২. দ্বিতীয় আরেক ধরনের লোক আছে
যারা জুম'আয় হাজির হয় সেখানে দু'আ
মুনাজাত করে, ফলে আল্লাহ যাকে
চান তাকে কিছু দেন আর যাকে ইচ্ছা
দেন না।
যারা জুম'আয় হাজির হয় সেখানে দু'আ
মুনাজাত করে, ফলে আল্লাহ যাকে
চান তাকে কিছু দেন আর যাকে ইচ্ছা
দেন না।
৩. তৃতীয় প্রকার লোক হল যারা জুম'আয়
হাজির হয়, চুপচাপ থাকে, মনোযোগ
দিয়ে খুৎবা শোনে, কারও ঘাড়
ডিঙ্গিয়ে সামনে আগায় না, কাউকে
কষ্ট দেয় না, তার দুই জুম'আর মধ্যবর্তী ৭
দিন সহ আরও তিনদিন যোগ করে মোট দশ
দিনের গুনাহ খাতা আল্লাহ তা'আলা
মাফ করে দেন।"
_____________________[আবু দাউদঃ ১১১৩]
হাজির হয়, চুপচাপ থাকে, মনোযোগ
দিয়ে খুৎবা শোনে, কারও ঘাড়
ডিঙ্গিয়ে সামনে আগায় না, কাউকে
কষ্ট দেয় না, তার দুই জুম'আর মধ্যবর্তী ৭
দিন সহ আরও তিনদিন যোগ করে মোট দশ
দিনের গুনাহ খাতা আল্লাহ তা'আলা
মাফ করে দেন।"
_____________________[আবু দাউদঃ ১১১৩]
◈ ━━━━━━ ⸙ ━━━━━━ ◈
প্রতিদিন কমপক্ষে নিম্নের আমলগুলো করুন।
>>নিম্নের লিংক ক্লিক করে ফজিলত সম্পর্কে জেনে নিন<<
১/ নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়ুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন।
২/ প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন। না পারলে কয়েকটি সূরা হলেও পড়ুন।
৩/ যত বেশি সম্ভব أَسْتَغْفِرُالله ( আস্তাগফিরুল্লা-হ) পড়ুন। দিনে কমপক্ষে ১০০ বার পড়ুন।
৪/ লা ইলাহা ইল্লালল্লাহ - জিকিরটি বেশি বেশি করুন।
৫/ বেশি বেশি দুরুদ শরীফ (প্রতিদিন কমপক্ষে ১০০ বার) পাঠ করুন।
৬/ প্রতিদিন কিছু না কিছু দান-সদকাহ করার চেষ্টা করুন। সদকায়ে জারিয়া চালু করুন।
'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]
ইসলামিক বাংলা টিভি (Islamic Bangla Tv) - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহ্ সুবনাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।
#ibtv
#ibtv99
#ibtv99
0 Comments